দুর্গাপ্রতিমা বিসর্জন দেখে জনা ৩২ মিলে বাড়ি ফিরছিলেন ট্রাক্টরের ট্রলি চেপে। একটি নালা পেরোনোর সময় উল্টে যায় ট্রলিটি। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বলরামপুরে এই ঘটনা ঘটে। গভীর নালাটিতে ডুবে মৃত্যু হয়েছে ৫ শিশু-সহ ১১ জনের। ১৭ জন এখনও নিখোঁজ। অন্যদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই। জেলাশাসক প্রীতি শুক্লা জানিয়েছেন, ত্রিকোনিয়া এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ফেরার সময়ে ওই দুর্ঘটনায় পড়েন। নিখোঁজ ১৭ জনকে খুঁজতে ডুবুরি নামানো হচ্ছে। সেনারও সাহায্য চাওয়া হয়েছে।