Advertisement
E-Paper

বিজেপিতে মুখ্যমন্ত্রী-বিতর্ক উস্কে দিলেন আডবাণীই

ঝাড়খণ্ডের বিজেপি রাজনীতিতে নয়া বিতর্ক উস্কে দিয়ে গেলেন সেই লালকৃষ্ণ আডবাণীই। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা ঝাড়খণ্ডের বিজেপি নেতা যশবন্ত সিনহার নেতৃত্বে রাজ্যে দল লড়তে পারে এবং যশবন্তই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সঠিক ব্যক্তি হতে পারেন, এ কথা বলে দলের মধ্যে বিতর্কের বীজ বপন করলেন আডবাণী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০৪:১০
বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল ঝাড়খণ্ড। ঘণ্টার পর ঘণ্টা নিষ্প্রদীপ রাজ্যের বহু প্রান্ত। প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, আজসু। বিদ্যুৎ বিপর্যয় থেকে রেহাই পাননি হাসপাতালের রোগীরাও। ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ছবিটি তুলেছেন চন্দন পাল।

বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল ঝাড়খণ্ড। ঘণ্টার পর ঘণ্টা নিষ্প্রদীপ রাজ্যের বহু প্রান্ত। প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, আজসু। বিদ্যুৎ বিপর্যয় থেকে রেহাই পাননি হাসপাতালের রোগীরাও। ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ছবিটি তুলেছেন চন্দন পাল।

ঝাড়খণ্ডের বিজেপি রাজনীতিতে নয়া বিতর্ক উস্কে দিয়ে গেলেন সেই লালকৃষ্ণ আডবাণীই।

রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা ঝাড়খণ্ডের বিজেপি নেতা যশবন্ত সিনহার নেতৃত্বে রাজ্যে দল লড়তে পারে এবং যশবন্তই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সঠিক ব্যক্তি হতে পারেন, এ কথা বলে দলের মধ্যে বিতর্কের বীজ বপন করলেন আডবাণী।

প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার নেতৃত্বে গত লোকসভা নির্বাচনে রাজ্যের ১৪টি আসনের মধ্যে ১২টি জেতে বিজেপি। রাজ্যের পরবর্তী ভোটে মুন্ডাই মুখ্যমন্ত্রী পদে বিজেপি-র অঘোষিত মুখ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ। সেখানে এমন কথা আডবাণী কেন বললেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে দলের মধ্যে। দলেরই এক শীর্ষ নেতার কথায়, এ বারেও আডবাণীর লক্ষ্য কিন্তু সেই মোদীই।

রাজ্যের বেহাল বিদ্যুৎ ব্যবস্থার প্রেক্ষিতে সপ্তাহ দুয়েক আগে দলবল নিয়ে হাজারিবাগের বিদ্যুৎ পর্ষদের অফিসে চড়াও হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। এক অফিসারকে বেঁধে রাখেন তাঁরা। সেই মামলায় পুলিশ যশবন্ত-সহ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। পরে তাঁদের আদালতে হাজির করা হলে যশবন্ত সেখানে স্বীকার করেন, তাঁর নির্দেশেই ওই অফিসারকে বেঁধে রাখা হয়।

কর্তব্যরত সরকারি কর্মীর উপর চড়াও হওয়ার এই জামিন-অযোগ্য মামলায় যশবন্তের জামিনের বিরোধিতা করতে চায়নি পুলিশ। কিন্তু আপ নেতা অরবিন্দ কেজরীবালের মতোই যশবন্ত জানিয়ে দেন তিনি নিজে থেকে জামিন নেবেন না। জেলেই থাকবেন।

গত কালও তাঁকে আদালতে হাজির করা হয়। তখনও যশবন্ত তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। আদালত তাঁকে ফের জেল হাজতে পাঠায়। ২৮ জুন তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে আদালত।

এই পরিস্থিতিতে দলের তরফে, বিশেষ করে দল সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের তরফে তাঁকে নিয়ম মেনে জামিন নেওয়ার জন্য অনুরোধ করা হয়। তাতে কাজ হয়নি। আজ তাঁর ঘনিষ্ঠ এই নেতার মুখরক্ষায় এগিয়ে আসেন লালকৃষ্ণ আডবাণী। হাজারিবাগ সেন্ট্রাল জেলে গিয়ে তিনি যশবন্তের সঙ্গে দেখা করেন।

পরে বেরিয়ে এসে আডবাণী বলেন, “রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার একেবারে বেহাল দশার প্রতিবাদেই অভূতপূর্ব এক আন্দোলনে নেমেছেন যশবন্ত। এর আগে রাজ্যের কোনও বিজেপি নেতাই এমন আন্দোলন করেননি। সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জামিন নিয়ে যশবন্তের জেলের বাইরে আসা উচিত।” সেই সময় এক প্রশ্নের উত্তরে আডবাণী বলেন, “রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যশবন্তই সঠিক ব্যক্তি। বিধানসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তিও তিনি।” তখন আডবাণীর পাশে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার অর্জুন মুন্ডা ও রাজ্য বিজেপি-র সভাপতি রবীন্দ্র রাই।

bjp chief minister jharkhand l k advani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy