বিহারের মুঙ্গের ও জহানাবাদে পৃথক দু’টি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৩ জন।
গত রাতে মুঙ্গেরে ট্রাকের সঙ্গে ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন মহিলা ও এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, সফিয়াবাদ থানার সিন্ধিয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত হন কয়েক জন। হতাহতরা সকলেই ছত্রপতি গ্রামের বাসিন্দা। দশেরার মেলায় যাচ্ছিলেন তাঁরা। ট্রাকের খালাসিকে গ্রেফতার করা হয়েছে। চালক পলাতক।
জহানাবাদে ভ্যানের সঙ্গে গাড়ির ধাক্কায় ১২ বছরের এক বালকের মৃত্যু হয়। জখম হন ১০ জন।