Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লালবাতির ব্যবহার নিয়ে নোটিস দিল হাইকোর্ট

সরকারি গাড়িতে লালবাতির অপব্যবহার নিয়ে ত্রিপুরা হাইকোর্টের নোটিসে ফের অস্বস্তিতে রাজ্য সরকার। লালবাতির অপব্যবহার, বেহাল সরকারি পরিবহণ ব্যবস্থা, শহরের ফুটপাথ দখল নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলাটি দায়ের করে স্থানীয় বেসরকারি সংস্থা।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০৩:৩৯
Share: Save:

সরকারি গাড়িতে লালবাতির অপব্যবহার নিয়ে ত্রিপুরা হাইকোর্টের নোটিসে ফের অস্বস্তিতে রাজ্য সরকার।

লালবাতির অপব্যবহার, বেহাল সরকারি পরিবহণ ব্যবস্থা, শহরের ফুটপাথ দখল নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলাটি দায়ের করে স্থানীয় বেসরকারি সংস্থা। তারই প্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ওই নোটিস পাঠায়। সরকারের মুখ্য সচিব, আগরতলা পুরসভার মেয়র-সহ আটটি দফতরের প্রধানের কাছে এ বিষয়ে জানতে চেয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও, রাজ্যের কয়েক জন উচ্চপদস্থ আমলা গাড়িতে লালবাতি রেখে দিয়েছেন বলে জনস্বার্থ মামলাটিতে অভিযোগ তোলা হয়েছে। বেসরকারি ওই সংস্থার আইনজীবী অরিজিৎ ভৌমিক জানান, ২০১৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট, কে কে গাড়িতে লালবাতি ব্যবহারের সুযোগ পাবেন তা নির্দিষ্ট করে দিয়েছিল। কিন্তু ত্রিপুরায় তা মানা হচ্ছে না। ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল বিজন দাস জানান, এ নিয়ে রাজ্য সরকারের বক্তব্য সময় মতো আদালতকে জানিয়ে দেওয়া হবে।

রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে গাড়িতে লালবাতির অপব্যবহারের অভিযোগ মানতে নারাজ। তাঁর কথায়, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশের পর কে কে গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন, তা রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল।”

জনস্বার্থ মামলাটিতে রাজ্যের বেহাল সরকারি পরিবহণ ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ, শহরে কোনও নির্দিষ্ট বাসস্টপ বা বাসস্ট্যান্ড নেই। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় বাসগুলি কেনা হয়েছে, সে গুলি আগরতলা শহরে চলে না। পরিবহণ মন্ত্রী জানান, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ৭৫টি বাসের মধ্যে মাত্র ৫৩টি বাস কেনা হয়েছে। বাকি টাকা এখনও পাওয়া যায়নি।

শহরের ফুটপাথ দখল নিয়ে আগরতলার মেয়র প্রফুল্লজিৎ সিনহার মন্তব্য, ‘‘শহরে অনেক ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। অন্য জায়গায় দখলদারদের উঠে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agartala highcourt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE