গাড়ি চাপা দিয়ে অনিচ্ছাকৃত খুনের মামলায় সলমন খানের মুক্তির বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে গলে মহারাষ্ট্র সরকার। তাদের তরফে আর্জিতে জানানো হয়েছে, সাক্ষ্যপ্রমাণের বড় অংশই সঠিক ভাবে বিবেচনা করেনি বম্বে হাইকোর্ট। তার মধ্যে রয়েছে সলমনের প্রাক্তন দেহরক্ষী রবীন্দ্র পাটিলের সাক্ষ্যও। এ দিকে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকায় মার্সিডিজের তলায় চাপা পড়ে আহত হলেন ৫ ফুটপাথবাসী। এই ঘটনায় আমিন ইউসুফ শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর রয়েছে।