Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International

ইরানের নতুন হুঙ্কার, এ বার আত্মঘাতী ড্রোন!

নতুন সামরিক শাসানি ইরানের। আত্মঘাতী ড্রোন তৈরি করেছে ইরান, বুধবার জানাল সে দেশের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডস। আত্মঘাতী ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ২০:১০
Share: Save:

নতুন সামরিক শাসানি ইরানের। আত্মঘাতী ড্রোন তৈরি করেছে ইরান, বুধবার জানাল সে দেশের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডস। আত্মঘাতী ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে।

এর আগে কোনও দেশ আত্মঘাতী ড্রোন বানানোর চেষ্টা করেনি। ফলে এমন কোনও ড্রোন তৈরি হয়েছে বলে কোনও দাবি আগে কখনও শোনা যায়নি। ইরানের এই নতুন ধরনের ড্রোন তাই স্বাভাবিক ভাবেই কৌতূহলের জন্ম দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ড্রোন। স্থলে এবং জলে হামলা চালাতে পারে। সমুদ্রপৃষ্ঠের মাত্র ২ ফুট উপর দিয়ে উড়তে পারে। আবার সর্বোচ্চ ৩০০০ ফুট উচ্চতা দিয়েও ছুটে যেতে পারে।

এই ড্রোনের ছবিই প্রকাশ করা হয়েছে ইরানের তরফে।

কী ভাবে হামলা চালাবে এই আত্মঘাতী ড্রোন?

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ড্রোনটি বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে উড়তে সক্ষম। বিস্ফোরক নিয়ে প্রবল বেগে লক্ষ্যবস্তুতে ধাক্কা মারবে ড্রোনটি। সেই সংঘর্ষের ফলে যে বিস্ফোরণ ঘটবে, তাতে লক্ষ্যবস্তু এবং হামলাকারী ড্রোন এক সঙ্গে ধ্বংস হয়ে যাবে।

আত্মঘাতী ড্রোনের যে ছবি ইরান প্রকাশ করেছে, সেটি অবশ্য উড়ন্ত ড্রোনের ছবি নয়। ফলে ড্রোনটি পরীক্ষামূলক ভাবে সফল হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iran Suicide Drone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE