Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International News

ভারত প্রমাণ দিক, মাসুদ জড়িত পুলওয়ামা কাণ্ডে, বলল পাকিস্তান

দিনকয়েক আগে ব্রিটেন আশা প্রকাশ করেছিল, মাসুদকে এ বার হয়তো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করতে পারবে। ভারতের এই দাবি দীর্ঘ দিনের।

ফাইল ছবি।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৮:১৩
Share: Save:

কট্টর জঙ্গি মাসুদ আজহারকে যদি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’র তকমা দেয়, তাতে আপত্তি নেই পাকিস্তানের। তবে তার জন্য তো ভারতকে আগে প্রমাণ করতে হবে মাসুদ জড়িত ছিলেন পুলওয়ামা কাণ্ডে। রবিবার এই মন্তব্য করেছেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল। একটি টেলিভিশন চ্যানেলের ‘ইসলামাবাদ ভিউজ’ নামে একটি শো’য়ে।

বিশেষজ্ঞরা বলছেন, পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের এই মন্তব্য বুঝিয়ে দিল, ভারত, আমেরিকা যতই চাপ দিক, কট্টর জঙ্গি মাসুদ আজহার নিয়ে পাকিস্তান অবস্থান বদলাচ্ছে না। বললেন, ‘‘ভারত আগে প্রমাণ করুক, পুলওয়ামা কাণ্ডে জড়িত মাসুদ। না হলে অবস্থান বদলানোর প্রশ্ন নেই।’’

রবিবার ফয়জল বলেন, ‘‘মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হলে আমাদের আপত্তি নেই। তবে তার আগে, পুলওয়ামা কাণ্ডের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত মাসুদ আজহার, ভারত তার প্রমাণ দিক। তা যদি দিতে না পারে ভারত, তা হলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দেওয়ার যে চেষ্টা চলছে, তার বিরোধিতাও চলবে। আর এটা তেমন একটি বড় ব্যাপারও নয়। পুলওয়ামা একটি স্বতন্ত্র ঘটনা। তবে আমরাও (পাকিস্তান) চাই যে কোনও কট্টর জঙ্গির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক নিরাপত্তা পরিষদে। কিন্তু তার জন্য পর্যাপ্ত তথ্যপ্রমাণের প্রয়োজন।’’

এর পরেই ওই শো’য়ে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, ‘‘ভারত আসলে জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের ক্ষোভ, বিক্ষোভকে দাবিয়ে রাখছে। এটা আমরা বহু দিন ধরেই বলছি।’’

দিনকয়েক আগে ব্রিটেন আশা প্রকাশ করেছিল, মাসুদকে এ বার হয়তো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করতে পারবে। ভারতের এই দাবি দীর্ঘ দিনের। বহু দিন ধরে এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা, ব্রিটেন-সহ বেশির ভাগ সদস্য দেশও। আপত্তি জানিয়ে চলেছে শুধু চিন। এ ব্যাপারে চিন তিন বার ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদে। শেষ ভেটো দিয়েছে চিন গত মাসে।

আরও পড়ুন- আন্তর্জাতিক সম্মেলনের মুখে মাসুদ আজহারের ফাইল বেজিংয়ের হাতে তুলে দিল দিল্লি​

আরও পড়ুন- মাসুদ নিয়ে ‘বোঝাপড়া’ চলছে, রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব না আনতে আমেরিকাকে হুঁশিয়ারি চিনের​

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের ওই মন্তব্যে ইঙ্গিত মিলল, মাসুদ প্রশ্নে অবস্থান আপাতত বদলাচ্ছে না ইসলামাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE