Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Face Shield

করোনা সতর্কতা: সদ্যোজাতদের মুখ আবরণ দিয়ে ঢাকছে হাসপাতাল

সেই ছবি সম্প্রতি পোস্ট করা হয়েছে ওই হাসপাতালের ফেসবুক পেজ থেকে। যা দেখে উদ্যোগের প্রশংসা করছেন নেটাগরিকরা।

সদ্যোজাতর মুখে ফেস শিল্ড। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

সদ্যোজাতর মুখে ফেস শিল্ড। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা   
ব্যাঙ্কক শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১২:২৬
Share: Save:

করোনাভাইরাসের কবল থেকে সদ্যোজাত শিশুদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিল তাইল্যান্ডের একটি হাসপাতাল। সদ্যোজাত শিশুদের মুখ তাঁরা ঢেকে রাখছেন আবরণ দিয়ে। সেই ছবি সম্প্রতি পোস্ট করা হয়েছে ওই হাসপাতালের ফেসবুক পেজ থেকে। যা দেখে উদ্যোগের প্রশংসা করছেন নেটাগরিকরা।

সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, নার্সের কোলে রয়েছে কম্বলে মোড়া এক সদ্যজাত। নার্স ও শিশু দু’জনেরই মুখ ঢাকা রয়েছে ফেস শিল্ড বা মুখাবরণী দিয়ে। বেডে শুয়ে থাকা প্রত্যেক শিশুর মুখই ঢাকা রয়েছে এ ভাবেই। তাঁরা জানিয়েছেন, এই ধরনের মুখাবরণী শিশুদের বাড়ি নিয়ে যাওয়ার সময়ে দেওয়া হচ্ছে।

সেই ছবি আপলোড করে, তাইল্যান্ডের সামুত প্রাকার্ন প্রদেশের পাওলো হাসপাতালের ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘‘ছোট্ট বন্ধুদের জন্য আমরা অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করেছি। সদ্যোজাতদের জন্য ফেস শিল্ড।’’ সাড়ে চার হাজার শেয়ারের পাশাপাশি সেই ছবিতে লাইক পড়েছে পাঁচ হাজারেরও বেশি। দেখুন সেই পোস্ট—

আরও পড়ুন: পোশাক নয়, শুধুমাত্র বালিশ দিয়ে শরীর ঢাকার এই চ্যালেঞ্জে মেতেছেন নেটাগরিকরা

আরও পড়ুন: এই সারমেয়র ভলিবল স্কিল দেখলে চমকে যাবেন আপনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thailand Coronavirus Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE