Advertisement
১১ মে ২০২৪
Viral Video

এই পায়রাকে টুপি পরালো কে? জানতে চাইছে নেটদুনিয়া

সেই সব পায়রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। তাঁদের সকলের প্রশ্ন মোটামুটি এক— ‘পায়রার মাথায় টুপি পরাল কে?’

টুপি পরা পায়রা। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

টুপি পরা পায়রা। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
লাস ভেগাস শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৩
Share: Save:

পশু-পাখিদের নিয়ে বিভিন্ন মজাদার ঘটনার ছবি-ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি পায়রার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট লাল রঙের কাউবয় টুপি পরে রয়েছে বেশ কয়েকটি পায়রা।

আমেরিকার লাস ভেসাসের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে টুপি পরা ওই পায়রাগুলিকে। টুপি পরেই তারা নড়ছে, চড়ছে, উড়ছে কিন্তু কিছুতেই টুপি খুলে পড়ে যাচ্ছে না। সেই সব পায়রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। তাঁদের সকলের প্রশ্ন মোটামুটি এক— ‘পায়রার মাথায় টুপি পরাল কে?’

নেটিজেনদের একাংশের ধারণা, কেউ আঠা দিয়ে টুপিগুলি লাগিয়ে দিয়েছেন পায়রার মাথায়। সে জন্যই টুপি পড়ে যাচ্ছে না। পাখির সঙ্গে এ ধরনের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ।

দেখুন সেই ভিডিয়ো—

৩০ বছর ধরে কর্নেল বিশ্ববিদ্যালয়ে পক্ষীবিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন চার্লস ওয়ালকট। বিষয়টি নিয়ে তিনি বলেছেন, ‘‘টুপির জেরে পায়রায় খুব অসুবিধা হবে না। টুপি গুলিও হাল্কা নিশ্চয়।’’ যদিও এই কাজে মোটেই খুশি নন লাস ভেগাসের পক্ষী উদ্ধারকারী সংস্থার সদস্য মিস হিলম্যান। তিনি বলেছেন, ‘‘প্রাণীদের গায়ে হাত লাগানোর কোনও দরকার নেই মানুষের। এটা তাদের জীবন। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে তাদের।’’

দেখুন আরও ভিডিয়ো—

আরও পড়ুন: চিড়িয়াখানা কর্মীর দেখাদেখি সাবান দিয়ে কাপড় কাচছে শিম্পাঞ্জি!

আরও পড়ুন: এর পরে লম্বা একটা ছুটিতে যাব: অভিজিৎ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Hat USA Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE