Advertisement
১১ মে ২০২৪
Viral video

অভিনব এই পদ্ধতিতে অনলাইনে জুতো কিনলে অপছন্দ হওয়ার সম্ভাবনা কম

ল্যাপটপের স্ক্রিনে জুতোর ছবি আর তার উপর হাতে ধরা কাটআউট একসঙ্গে দেখলে মনে হবে জুতো পরা কোনও মহিলার ছবি। ফলে জুতো মানাবে কিনা, তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।

অনলাইনে জুতো পছন্দের অভিনব পদ্ধতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

অনলাইনে জুতো পছন্দের অভিনব পদ্ধতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
অকল্যান্ড শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৯
Share: Save:

অনেকেই অনলাইনে পছন্দের জুতো কেনার সময় বুঝতে পারেন না, তাঁকে বা তাঁর পোশাকের সঙ্গে মানাবে কিনা। এই সমস্যার চমত্কার সমাধান খুঁজে বের করেছেন এক মহিলা। অভিনব পদ্ধতিতে জুতো বেছে নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জেডএম অনলাইন নামে এক শপিং সাইটের ফেসবুক পেজে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলার ছবির প্রিন্টআউট সাইজ করে কাটা হয়েছে, যেন একটি ছোট কাটআউট। এবার ল্যাপটপে শপিং সাইট খুলে একের পর এক জুতোর ছবিতে সেই কাটআউট বসিয়ে বসিয়ে দেখা হচ্ছে, কেমন মানাবে। ল্যাপটপের স্ক্রিনে জুতোর ছবি আর তার উপর হাতে ধরা কাটআউট একসঙ্গে দেখলে মনে হবে জুতো পরা কোনও মহিলার ছবি। ফলে জুতো মানাবে কিনা, তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। ভিডিয়োর পোস্টে লেখা হয়েছে, ‘অনলাইনে মেগানের জুতো কেনার পদ্ধতি অসাধারণ’।

ভিডিয়োটি ফেসবুকে ১৫ ফেব্রুয়ারি পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ২৭ লাখের বেশিবার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক, শেয়ার, কমেন্ট। এখনও পর্যন্ত লাইক পড়েছে ১৫ হাজারের বেশি, ৪৭ হাজার কমেন্ট পড়েছে, শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। পরের বার জুতো কেনার আগে আপনিও ট্রাই করতে পারেন এই পদ্ধতি।

আরও পড়ুন: সাহায্য চেয়ে আপৎকালীন নম্বরে ফোন করে গ্রেফতার মহিলা!

আরও পড়ুন: নগ্ন হয়ে ঘর মুছে দিয়ে যাবেন মহিলা, খরচ পড়বে ঘণ্টায় প্রায় ৯ হাজার!

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Shoe Online Woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE