Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Law

আইন নিয়ে কেরিয়ার গড়তে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন বিভাগটি বালিগঞ্জ ফাঁড়ির কাছে। এটি ‘হাজরা ল’ কলেজ’ নামেই খ্যাত।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০০:০১
Share: Save:

প্রশ্ন: বিজ্ঞানের ছাত্রী। কিন্তু স্নাতক স্তরে আইন নিয়ে পড়ার ইচ্ছে। কোথায় পড়ায়? স্নাতকোত্তর স্তরে রাজ্যে ও বাইরে পড়ার সুযোগ আছে? পড়ার খরচ কী রকম?

অনিন্দিতা দাস, কলকাতা

ভারতে ৩ এবং ৫ বছরের— দু’ধরনের এলএলবি কোর্স আছে। উচ্চ মাধ্যমিকের পর ৫ বছরের (বি এ এলএলবি/ বি এসসি এলএলবি/ বি কম এলএলবি) এলএলবি এবং গ্র্যাজুয়েশনের পর ৩ বছরের এলএলবি কোর্স করা যায়। আইন নিয়ে পড়াশোনার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছে, সৃষ্টি হয়েছে আইনের নানান নতুন শাখা— ইনটেলেকচুয়াল প্রপার্টি ল’, সাইবার ল’, এনভায়রনমেন্টাল ল’, স্পোর্টস ল’, ইন্টারন্যাশনাল ট্রেড ল’, মিডিয়া ল’, বায়োটেকনোলজি ল’ ইত্যাদি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জে কে দাসের মতে, আইন এখন এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে যে আইআইটি খড়্গপুরের মতো প্রতিষ্ঠানেও এখন তিন বছরের এলএলবি পড়ানো হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন বিভাগটি বালিগঞ্জ ফাঁড়ির কাছে। এটি ‘হাজরা ল’ কলেজ’ নামেই খ্যাত। এখানে ৫ বছরের বি এ এলএলবি কোর্স পড়ানো হয়। যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর। ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় ইংরেজি, জেনারেল অ্যাপটিটিউড, রিজ়নিং, অঙ্কের মতো বিভিন্ন বিষয় থাকে। আইনের কোনও বিষয় থাকে না। ফর্ম বেরোয় অনলাইন। সাধারণত এপ্রিলের শেষে কিংবা মে মাসের প্রথমে এই ফর্ম প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির ফর্ম পাওয়া যায় (www.caluniv.ac.in)। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে আইন পড়ার আসন সংখ্যা ১২০। এ ছাড়াও তিনটি সরকারি কলেজ এবং সেল্ফ-ফিনান্সড ন’টি কলেজে কোর্সটি পড়ানো হয়। এদের প্রত্যেকটিতেও আসন সংখ্যা ১২০টি করে। এই সব প্রতিষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। এলএলবি পাঠ্যক্রমটি বার কাউন্সিল অব ইন্ডিয়া-র নির্দেশিকা অনুযায়ী বানানো হয়েছে। তার মধ্যে আইনের বিষয় ছাড়াও ইংরেজি, ইকনমিক্স, সোশিয়োলজি, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদির মতো বিষয়ও পড়ানো হয়। অনার্স যারা পায়, তাদের প্রতি সিমেস্টারে দুটি করে আইনের অনার্স পেপার অতিরিক্ত পড়তে হয়। অর্থাৎ, চারটি সিমেস্টারে তাদের মোট আটটি অতিরিক্ত অনার্স পেপার পড়তে হয়। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ে, তারা স্নাতক পাশ করার পরে এখানে এলএলএম পড়ার জন্য আবেদন করতে পারে। এখানে মোট আসনের মধ্যে ৫০ শতাংশ ভর্তি হয় অনার্সের নম্বরের ভিত্তিতে। আর বাকি ৫০ শতাংশ পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়। সুযোগ আছে গবেষণারও।

কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত একাধিক সরকারি ল’ কলেজে এলএলবি পড়ানো হয়, যেমন—

• সুরেন্দ্রনাথ ল’ কলেজ

www.snlawcollege.ac.in

• যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজ

www.jcclawcollege.in

• সাউথ ক্যালকাটা ল’ কলেজ

http://southcalcutta

lawcollege.ac.in

ইত্যাদি।

সরকারি কলেজগুলি ছাড়া সেলফ-ফিনান্সিং কোর্সের কলেজগুলি হল—

• শ্যামবাজার ল’ কলেজ (শ্যামবাজার)

http://shyambazarlawcollege.com

• জ্যোতির্ময় স্কুল অব ল’ (সোনারপুর)

www.jsl.org.in

• হেরিটেজ ল’ কলেজ

www.hlc.edu.in

• বিকাশভারতী ল’ কলেজ (আমতলা)

www.bblc.co.in

• জর্জ ল’ কলেজ

www.georgecollege.org/colleges/gsl.html

• রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল’ কলেজ (বারুইপুর)

www.r3scollege.org/Law/index.html

ইত্যাদি।

পশ্চিমবঙ্গে অন্যান্য অনেক কলেজ আছে যেখানে আইন পড়ানো হয়। যেমন—

• স্নেহাংশুকান্ত আচার্য ইনস্টিটিউট অব ল’

www.skail.org

• বিমলচন্দ্র কলেজ অব ল’

www.bcckandi.org

• মোহাম্মদ আবদুল বারি ইনস্টিটিউট অব জুরিডিক্যাল সায়েন্স

www.mabijs.in

• জে আর এস ই টি কলেজ অব ল’, চাকদহ

www.jrslawcollege.com

• গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বালুরঘাট ল’ কলেজ

http://balurghatlawcollege.org.in

• জলপাইগুড়ি ল’ কলেজ

http://www.jalpaigurilawcollege.in

• উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ

www.nbu.ac.in/Academics/Academics%20Faculties/Departments%20ACL/Dept%20of%20Law/DeptLaw.html

• শিলিগুড়ির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগাল স্টাডিজ়

www.iilsindia.com

• দুর্গাপুর ইনস্টিটিউট অব লিগাল স্টাডিজ়

https://dils.co.in

• বেঙ্গল ল’ কলেজ শান্তিনিকেতন

http://www.buruniv.ac.in/CollegeDetails.php?col_code=315 ইত্যাদিতে ৫ বছরের বি এ এলএলবি কোর্স পড়ানো হয়।

ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্সেস-এ পাঁচ বছরের বি এ/ বি এসসি/ বিবিএ এলএলবি (অনার্স) এবং স্নাতকোত্তর এক বছরের এলএলএম পড়ানো হয়। ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের CLAT— কমন ল’ অ্যাডমিশন টেস্ট দিতে হয়। স্নাতক স্তরে ভর্তির যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ। বছরে এক বার এই পরীক্ষা হয়। এ বছর পরীক্ষাটি অফলাইন (কাগজ-পেন্সিল ব্যবহার করে) হয়েছে। স্নাতক স্তরের এলএলবি-র জন্য ক্ল্যাট সর্বমোট ১৫০ নম্বরের। সময় দু’ঘণ্টা। মাল্টিপল চয়েস প্রশ্ন। নেগেটিভ মার্কিং (একটা ভুল করলে ০.২৫ নম্বর কাটা যাবে) আছে। পরীক্ষাটি হয় মূলত পাঁচটি বিষয়ের উপর—

• ইংলিশ ল্যাঙ্গোয়েজ

• জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স

• লজিক্যাল রিজ়নিং

• লিগ্যাল রিজ়নিং

• কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল অ্যাপটিটিউড (মাধ্যমিক বা আরও নিচু পর্যায়ের)।

কলকাতার NUJS ছাড়াও সর্বভারতীয় স্তরে আরও ২১টি ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে এই পরীক্ষার স্কোর থেকে ছাত্র ভর্তি নেয়।

পশ্চিমবঙ্গে গ্র্যাজুয়েশনের পর ৩ বছরের এলএলবি পড়ানো হয় বর্ধমান, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে। কলকাতার সরশুনা ল’ কলেজে http://sarsunalawcollege.org ৩ বছরের এলএলবি কোর্স আছে। এ ছাড়াও হলদিয়া ল’ কলেজ www.hlc.in, মেদিনীপুর ল’ কলেজ www.mlc.co.in, হুগলি মহসীন কলেজ www.hooghlymohsincollege.org/departments/law-section/, বেঙ্গল ল’ কলেজ শান্তিনিকেতন, দুর্গাপুর ইনস্টিটিউট অব লিগাল স্টাডিজ়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগাল স্টাডিজ় ইত্যাদিতে ৩ বছরের এলএলবি কোর্স আছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ, বর্ধমান, কল্যাণী-সহ ভারতের আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে ২ বছরের এলএলএম কোর্স আছে।

আইআইটি খড়্গপুরে রাজীব গাঁধী স্কুল অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’-তে ৩ বছরের এলএলবি (অনার্স) কোর্স রয়েছে ইনটেলেকচুয়াল প্রপার্টি ল’-এ স্পেশালাইজ়েশন সহ। এ ছাড়াও এখানে এলএলএম এবং ডক্টরাল কোর্স রয়েছে। যে সব ক্ষেত্রে এখানে গবেষণার সুযোগ রয়েছে, সেগুলি হল— বায়োডায়ভার্সিটি ল’, এনার্জি ল’, পেটেন্ট ল’, ইন্টারনেট গভর্নেন্স, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ল’, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আর্বিট্রেশন, লেবার অ্যান্ড ইন্ডাসট্রিয়াল ল’, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড আইপিআর, ভিক্টিমস অব ক্রাইম, এনভায়রনমেন্টাল গভর্নেন্স, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল’, ল’ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট— www.iitkgp.ac.in/department/IP।

সর্বভারতীয় স্তরে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি দিল্লি-র https://nludelhi.ac.in/home.aspx নিজস্ব ভর্তি পরীক্ষা আছে। তা ছাড়া, সিমবায়োসিস ল’ স্কুল পুণে www.symlaw.ac.in, অ্যামিটি ল’ স্কুল www.amity.edu, জিন্দাল গ্লোবাল ল’ স্কুল www.jgls.edu.i• ইত্যাদি বেসরকারি ল’ কলেজেও এলএলবি, এলএলএম পড়ানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Law Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE