টাকা জমাতে চাইছেন অনেক দিন ধরেই। কিন্তু প্রতি মাসেই কী ভাবে যেন খরচা বেড়েই চলেছে। সব মাসেই ভাবছেন, এ বার হল না। আগামী মাস থেকে সঞ্চয় বাড়াবো। তবে ধনী হতে গেলে কিন্তু আগামী মাসের ভরসায় বসে থাকলে চলবে না। প্রতি মাসেই প্রয়োজন জরুরি ফিনান্স ম্যানেজমেন্ট। তবেই ধনী হতে পারবেন। জেনে নিন কী ভাবে, কোন খাতে, কত ব্যয় করলে ধনী হতে পারবেন।
আরও পড়ুন: ধনী হতে গেলে যে বদভ্যাসগুলো ত্যাগ করতেই হবে