Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lifestyle News

শীতের সকালটা কচুরি দিয়ে শুরু করতে চান? জেনে রাখুন এই দোকানগুলোর ঠিকানা

শীতকালের সকালে গরম কচুরি হলে মেজাজটাই ফুরফুরে হয়ে যায়। কিন্তু ছুটির দিন না হলে কচুরি বানানোর সময় পাওয়া যায় না। তা বলে কি কচুরি খাওয়া ভুলে যাবেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ১১:৪৬
Share: Save:
০১ ০৭
মহারানি: দেশপ্রিয় পার্কের মোড়ে কোন ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে মহারানি।<br> এই দোকানে ঢুঁ মারলে সামনে দেখতে পাবেন সাইকেল থেকে বিএমডব্লিউ সবই দেখতে পাবেন। ১৪ টাকায় পেয়ে যাবেন এক প্লেট কচুরি।

মহারানি: দেশপ্রিয় পার্কের মোড়ে কোন ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে মহারানি।<br> এই দোকানে ঢুঁ মারলে সামনে দেখতে পাবেন সাইকেল থেকে বিএমডব্লিউ সবই দেখতে পাবেন। ১৪ টাকায় পেয়ে যাবেন এক প্লেট কচুরি।

০২ ০৭
মহারাজ: মহারানি পেরিয়ে দেশপ্রিয় পার্কের ফুটপাথ ধরে কয়ের সেকেন্ড এগোলেই পেয়ে যাবেন মহারাজ। এক প্লেট কচুরির দাম এখানে ১৪ টাকা।

মহারাজ: মহারানি পেরিয়ে দেশপ্রিয় পার্কের ফুটপাথ ধরে কয়ের সেকেন্ড এগোলেই পেয়ে যাবেন মহারাজ। এক প্লেট কচুরির দাম এখানে ১৪ টাকা।

০৩ ০৭
টেস্টি কর্নার: একডালিয়ায় পুজো দেখতে গিয়ে টেস্টি কর্নারের কচুরি না খেয়ে ফেরার কথা ভাবাই যায় না।<br> যে কোনও দিন সকালে চলে যেতেই পারেন এখানে। হিং কচুরি, পনির কচুরি, মটর কচুরি, লুচি-সব্জি সব কিছুই চেখে দেখতে পারেন।<br> হিং কচুরি ও লুচি-সব্জির এক প্লেটের দাম ১০ টাকা, এক প্লেট মটর কচুরির দাম ৩০ টাকা ও এক প্লেট পনির কচুরির দাম ৪০ টাকা

টেস্টি কর্নার: একডালিয়ায় পুজো দেখতে গিয়ে টেস্টি কর্নারের কচুরি না খেয়ে ফেরার কথা ভাবাই যায় না।<br> যে কোনও দিন সকালে চলে যেতেই পারেন এখানে। হিং কচুরি, পনির কচুরি, মটর কচুরি, লুচি-সব্জি সব কিছুই চেখে দেখতে পারেন।<br> হিং কচুরি ও লুচি-সব্জির এক প্লেটের দাম ১০ টাকা, এক প্লেট মটর কচুরির দাম ৩০ টাকা ও এক প্লেট পনির কচুরির দাম ৪০ টাকা

০৪ ০৭
অরুণ টি স্টল: ব্রেকফাস্টটা কচুরি দিয়ে সারতে চাইলে থিয়েটার রোডের অরুণ টি স্টলেও চলে যেতে পারেন।<br> এক প্লেট ক্লাব কচুরির দাম ৩০ টাকা, এক প্লেট হিং কচুরির দাম ৪০ টাকা।

অরুণ টি স্টল: ব্রেকফাস্টটা কচুরি দিয়ে সারতে চাইলে থিয়েটার রোডের অরুণ টি স্টলেও চলে যেতে পারেন।<br> এক প্লেট ক্লাব কচুরির দাম ৩০ টাকা, এক প্লেট হিং কচুরির দাম ৪০ টাকা।

০৫ ০৭
শর্মা টি হাউজ: ভবানীপুরের মোড়ে গেলে শর্মা টি হাউজে কচুরি না চেখে ফিরে আসবেন না যেন।<br> এখানে কচুরির দাম একটু বেশি। প্রতি পিস ১০ টাকা। পরে পাশের বলবন্ত সিং ধাবার দুধ কোলায় গলা ভিজিয়ে নিন।

শর্মা টি হাউজ: ভবানীপুরের মোড়ে গেলে শর্মা টি হাউজে কচুরি না চেখে ফিরে আসবেন না যেন।<br> এখানে কচুরির দাম একটু বেশি। প্রতি পিস ১০ টাকা। পরে পাশের বলবন্ত সিং ধাবার দুধ কোলায় গলা ভিজিয়ে নিন।

০৬ ০৭
পুটিরাম সুইটস: কলেজ স্ট্রিটের মোড়ে ঘুরেছেন অথচ পুটিরামের কচুরি <br> খাননি এমন লোক কলকাতায় সত্যিই বিরল। এখানে ১ পিস কচুরির দাম ৭ টাকা।

পুটিরাম সুইটস: কলেজ স্ট্রিটের মোড়ে ঘুরেছেন অথচ পুটিরামের কচুরি <br> খাননি এমন লোক কলকাতায় সত্যিই বিরল। এখানে ১ পিস কচুরির দাম ৭ টাকা।

০৭ ০৭
শ্রী হরি মিষ্টান্ন ভান্ডার: ভবানীপুরের মোড়ে ১০৫ বছরের ঐতিহ্য শ্রী হরি মিষ্টান্ন ভান্ডার। ৬টাকায় পেয়ে যাবেন ১ পিস কচুরি।

শ্রী হরি মিষ্টান্ন ভান্ডার: ভবানীপুরের মোড়ে ১০৫ বছরের ঐতিহ্য শ্রী হরি মিষ্টান্ন ভান্ডার। ৬টাকায় পেয়ে যাবেন ১ পিস কচুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE