টেস্টি কর্নার: একডালিয়ায় পুজো দেখতে গিয়ে টেস্টি কর্নারের কচুরি না খেয়ে ফেরার কথা ভাবাই যায় না।<br> যে কোনও দিন সকালে চলে যেতেই পারেন এখানে। হিং কচুরি, পনির কচুরি, মটর কচুরি, লুচি-সব্জি সব কিছুই চেখে দেখতে পারেন।<br> হিং কচুরি ও লুচি-সব্জির এক প্লেটের দাম ১০ টাকা, এক প্লেট মটর কচুরির দাম ৩০ টাকা ও এক প্লেট পনির কচুরির দাম ৪০ টাকা