Advertisement
০৪ মে ২০২৪

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মায়ের জন্য রক্ত জোগাড়

এক আত্মীয়ের হাত ধরে চিকিৎসাধীন মায়ের রক্তের জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শহরে ঘুরতে দেখা যায় ছোট এক শিশুকে। রবিবার বিকেলে আলিপুরদুয়ারের নিউটাউন এলাকার ঘটনা। গত কয়েক দিনে রক্তের সঙ্কট চরমে পৌঁছয় আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্কে। শেষে শিশুটিকে দেখে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

রক্তের আবেদন। আলিপুরদুয়ারে।

রক্তের আবেদন। আলিপুরদুয়ারে।

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০২:২০
Share: Save:

এক আত্মীয়ের হাত ধরে চিকিৎসাধীন মায়ের রক্তের জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শহরে ঘুরতে দেখা যায় ছোট এক শিশুকে। রবিবার বিকেলে আলিপুরদুয়ারের নিউটাউন এলাকার ঘটনা। গত কয়েক দিনে রক্তের সঙ্কট চরমে পৌঁছয় আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্কে। শেষে শিশুটিকে দেখে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ব্লাডব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে মজুত নেই বি পজেটিভ-সহ বিভিন্ন গ্রুপের রক্ত। ৮০০ প্যাকেটের মধ্যে ব্লাড ব্যাঙ্কে এপ্রিল মাসে মাত্র ৬০০ প্যাকেট রক্ত সংগ্রহ হয়েছিল। ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত শুধুমাত্র এ পজেটিভ ও এবি পজেটিভ রক্ত ৬ বোতল করে ছিল। স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস সোসাইটির আলিপুরদুয়ার জেলার সম্পাদক স্বপন আচার্য ভাদুরী জানান, নিউটাউন এলাকায় একটি রক্তদান শিবিরে টিয়া বর্মন নামে হাসিমারার ওই বছর পাঁচেকের শিশুকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মায়ের জন্য রক্ত চেয়ে ঘুরতে দেখা যায়। পরে তারা এক রক্তদাতাকে নিয়ে ব্লাডব্যাঙ্কে গিয়ে রক্তের ব্যবস্থা করেন। আলিপুরদুয়ার শহরের এক রেস্তোঁরার কর্মী মলিন বর্মন জানান, শিশুটিকে দেখে ওই সংস্থা রক্ত দেওয়ার কথা বলে। ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিয়েছি। ছোট টিয়া মায়ের জন্য রক্ত পেয়ে খুশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alipurduar blood bank newtown child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE