Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

iPhone 13: পঞ্চমের ‘দম মারো দম’ কি বাজিয়েছিল অ্যাপ্‌ল! আলোচনায় আইফোন-১৩-র অনুষ্ঠান

সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া ১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৩


গ্রাফিক: সনৎ সিংহ।

উপলক্ষ ছিল আইফোন-১৩-র আত্মপ্রকাশ। তবে আলোচনায় রাহুল দেব বর্মণের ‘দম মারো দম’! সত্যিই কি আইফোন-১৩-র আত্মপ্রকাশে বাজানো হয়েছিল রাহুলের ‘দম মারো দম’? বলিউডি গানের ভক্তেরা অনেকেই এ নিয়ে জোর আলোচনা শুরু করেছেন।

মঙ্গলবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার অ্যাপ্‌ল পার্কে আত্মপ্রকাশ করেছে আইফোন-১৩। সে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের সময় পটভূমিকায় বেজেছে চেনা সুর। তার পর থেকেই আলোচনার কাপে তুফান! আরডি-র ‘দম মারো দম’ বাজছে না?

Advertisement


১৯৭১ সালের দেব আনন্দের ফিল্ম ‘হরে কৃষ্ণ হরে রাম’-এ শোনা গিয়েছিল ‘দম মারো দম’। পার্শ্বগায়িকা ছিলেন আশা ভোঁসলে। সিনেমার পর্দায় সে গানে কণ্ঠ মিলিয়েছিলেন জিনাত আমন। সে সময় তো বটেই, হালফিলের বহু পার্টিতেও বাজে পঞ্চমের সুর দেওয়া সে গান।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আসলে ইলেকট্রনিক মিউজিক গ্রুপ নিউহ্যাম জেনেরালস-এর এক সদস্য ফুটসি-র ‘ওর্য়াক অল ডে’ গানটিই ওই অনুষ্ঠানে বাজানো হয়েছিল। শুধু আত্মপ্রকাশের অনুষ্ঠানেই নয়। অ্যাপ্‌লের ওই ফোনের বিজ্ঞাপনেও ব্যবহার করা হয়েছে ফুটসি-র গান। তা হলে ‘দম মারো দম’ নিয়ে এ প্রশ্ন কেন? আসলে ফুটসি-র গানের সুরে অনেকাংশেই হুবহু মেশানো হয়েছিল পঞ্চমের ‘দম মারো দম’-এর সুর। সেটাই বেজেছিল অ্যাপ্‌ল পার্কের অনুষ্ঠানে। তাতেই ফের চর্চায় ‘দম মারো দম’!

আরও পড়ুন

Advertisement