অ্যাঞ্জেলিনা জোলিকে কে না চেনেন। তাঁর সম্পর্কে কে কত বেশি জানেন তা নিয়ে সারা পৃথিবীতে ভক্তরা প্রতিযোগিতায় নামতে পারেন। তবে জানেন কি অ্যাঞ্জেলিনা জোলি সিনড্রোম কাকে বলে? নতুন এক সমীক্ষা জানাচ্ছে, নিজের স্বাস্থ্য ও সৌন্দর্যকে বাণ্যিজিক ভাবে দেখা- কোনও কিছুর আতঙ্কে সুস্থ শরীরে অযথা অস্ত্রপচার করে সাবধান হওয়া নাকি অ্যাঞ্জেলিনা জোলি সিনড্রোম।
সম্প্রতি মিডিয়ায় বার বার উঠে এসেছে অ্যাঞ্জেলিনা জোলি সিনড্রোমের প্রসঙ্গ। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয়ে প্রথমে নিজের স্তন বাদ দেন অ্যাঞ্জেলিনা। পরে অস্ত্রপচার করে বাদ দেন জরায়ুও। ডাক্তারি পরিভাষায় এই লক্ষণকে হেলথিজম বলা হয়। অতিরিক্ত ডায়েট, প্লাস্টিক সার্জারি, অরগ্যানিক ফুডের প্রতি অতিরিক্ত ঝোঁক অনেক কিছুই হতে পারে হেলথিজমের লক্ষণ।
চিকিত্সকরা জানাচ্ছেন জেনেটিক কারণে অনেক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু অনেক সময় মানুষ তাঁদের অসুখ, আক্রান্ত হওয়ার ঝুঁকি, অসুস্থতা, শরীরকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করে থাকে। নিউরোসিস ও সোশ্যাল অবসেশনের লক্ষণ এটা। এই ভাবে জনপ্রিয়তা পাওয়াকে তাঁরা হেলদিস্ট ফ্যাশন বলেছেন।
তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হল এই ধরনের জীবনযাপন স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর।
সোশ্যাল পলিসি স্টাডিস জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।