সাজ যতই ভাল হোক, চুল যদি ভাল না হয়, তবে সব মাটি। তাই পুজোর আগে ত্বকের যত্ন নিতে যতটা সময় ব্যয় করছেন, ততটাই সময় দিন চুলের জন্যও।
ভিটামিন বি ও ডি সমৃদ্ধ দই চুল পড়া বন্ধ করে, খুশকি নাশ করে এবং চুলের গোড়া মজবুত করে। স্বাস্থ্যকর চুল পাওয়ার জন্য তাই এই একটি উপাদানই যথেষ্ট। হেয়ার স্পা করতে পার্লারে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দইয়ের নানা ধরনের হেয়ারমাস্ক। যা নিয়মিত ব্যবহার করলে পুজোর আগেই পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল ঘন চুল।
বিভিন্ন ধরনের দইয়ের প্যাক:
খুশকির জন্য:
এক কাপ দইয়ের সাথে ৫ চামচ মেথি গুঁড়ো এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।
শুষ্ক ও নিস্তেজ চুলের জন্য:
দই, ডিম এবং অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০-৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
চুল পড়া কমাতে:
ডিমের কুসুম, দই এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
ঘন চুলের জন্য:
দইয়ের সাথে শিকাকাই, মেথি, আমলকি, নিম পাতা, বাটা কলা ইত্যাদি মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।