Advertisement
E-Paper

এ বছর শীতে ঠোঁটের রঙে উষ্ণতা! ফ্যাশনজগতে ৫ রঙের লিপস্টিকের বাহুল্য নজরে আসছে বেশি

পোশাকের মতোই প্রতি মরশুমে লিপস্টিকের রংও বদলায়। এই শীতে ঠোঁটের রঙে উষ্ণতা আনার প্রবণতা লক্ষ করা যাচ্ছে ফ্যাশনজগতে। কী কী রং নজরে আসতে পারে এ বার বেশি করে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২০:৩২

ছবি: সংগৃহীত।

লিপস্টিক পরার জন্য উপলক্ষের প্রয়োজন পড়ে না। বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়ি, পার্টির পাশাপাশি অফিস, ছোটখাটো জমায়েতেও লিপস্টিক পরতে পছন্দ করেন অনেকে। কখনও কখনও বাহুল্যবর্জিত সাজে মূল চরিত্রে দেখা দেয় ঠোঁটের সজ্জা। পোশাকের মতোই প্রতি মরশুমে লিপস্টিকের রংও বদলায়। এই শীতে ঠোঁটের রঙে উষ্ণতা আনার প্রবণতা লক্ষ করা যাচ্ছে ফ্যাশনজগতে। সেই রঙে প্রকাশ পাচ্ছে আত্মবিশ্বাস আর নাটকীয়তা। রূপচর্চাশিল্পীদের মতে, এই মরশুমে যে লিপস্টিক শেডগুলি সবচেয়ে জনপ্রিয় হতে চলেছে, সেগুলির মূল বৈশিষ্ট্য হল, গাঢ় টোন এবং আরামদায়ক টেক্সচার। কী কী রং নজরে আসতে পারে এ বার বেশি করে?

১. বারগান্ডি

লালের গাঢ় শেড। বারগান্ডি এই মরশুমে রাজত্ব করতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্ব জুড়ে নানা অনুষ্ঠানে হলিউড-বলিউড তারকাদের ঠোঁটে এই শেডই দেখা যাচ্ছে। তবে কেবল জমকালো নয়, হালকা সাজে, অফিসে বা পার্টিতে এই রং মানিয়ে যাবে। লিপস্টিকের এই রঙে মুখমণ্ডলে সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠছে ঠোঁট। এই সাজে চোখে কাজল না পরলেও অসুবিধা নেই।

বারগান্ডি লিপস্টিক।

বারগান্ডি লিপস্টিক। ছবি: সংগৃহীত।

২. কোকো ব্রাউন

চকোলেটের বাদামি রং পছন্দ করেন অনেকেই। নেলপলিশ থেকে লিপস্টিকে, কোকো ব্রাউনের অবাধ বিচরণ। সাবেক এবং সাম্প্রতিক, দু'রকম সাজের সঙ্গেই মানানসই এই রং। হালকা আই মেকআপ ও অগোছালো কেশসজ্জার সঙ্গে বাদামি ঠোঁটের সাজ নজরকাড়া হতে পারে।

কোকো ব্রাউন লিপস্টিক।

কোকো ব্রাউন লিপস্টিক। ছবি: সংগৃহীত।

৩. সফ্‌ট ন্যুড গোলাপি

যাঁরা সাদামাঠা অথচ 'ক্লাসি' সাজ পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ এই রং। মুখে প্রাকৃতিক জেল্লা আনতে পারে সফ্‌ট ন্যুড গোলাপি রং। চোখে যদি ভারী মেকআপ থাকে, তার সঙ্গে হালকা ঠোঁটের সাজ বেশি ভাল মানায়। তাতে সাজের ভারসাম্য থাকে।

সফ্‌ট ন্যুড গোলাপি লিপস্টিক।

সফ্‌ট ন্যুড গোলাপি লিপস্টিক। ছবি: সংগৃহীত।

৪. প্লাম টোন

গাঢ় বেগনি ও মালবেরির সংমিশ্রণে তৈরি এই রং। সাহসী ও কেতাদুরস্ত— এই দুই ভাবনাই ফুটে উঠতে পারে এমন ঠোঁটসজ্জায়। শীতের সন্ধ্যায় প্লাম টোন লিপস্টিক পুরো সাজই পাল্টে দিতে পারে।

প্লাম টোন লিপস্টিক।

প্লাম টোন লিপস্টিক। ছবি: সংগৃহীত।

৫. কালো

লিপস্টিকের জন্য কালো রং সাধারণত প্রথাসিদ্ধ নয়। কালো আগে শুধু গথিক লুকেই দেখা যেত। কিন্তু এখন নতুন ভাবে সাজের জগতে পা রাখতে চলেছে কালো লিপস্টিক। বলা যেতে পারে, সাজসজ্জার নতুন ট্রেন্ডের অংশ।

গাঢ় কালো লিপস্টিক।

গাঢ় কালো লিপস্টিক। ছবি: সংগৃহীত।

লিপস্টিক পরার টিপ্‌স

· ত্বকের সঙ্গে সামঞ্জস্য রাখুন। শ্যামলা গায়ের রং হলে লাল বা বাদামি টোন বেশি মানায়, আর গায়ের রং উজ্জ্বল হলে গোলাপি বা প্লাম বেশি মানানসই।

· টেক্সচারের দিকে খেয়াল রাখুন। ম্যাট ফিনিশ অফিস লুকের জন্য উপযুক্ত, আর গ্লসি ফিনিশের ঠোঁটসজ্জা পার্টির জন্য তুলে রাখুন।

· সঠিক লিপ লাইনার ব্যবহার করুন। এতে ঠোঁটের আকৃতি স্পষ্ট হয় এবং রং ওষ্ঠাধরের প্রান্ত ছেড়ে বেরিয়ে পড়ে না।

· লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে সামান্য ময়েশ্চারাইজ়ার লাগান। এতে রং দীর্ঘস্থায়ী হয়।

· রাতে মেকআপ তুলতে ভুলবেন না। ঠোঁট পরিষ্কার না করলে রং জমে গাঢ় ছাপ পড়তে পারে।

· নিজের পছন্দের রঙে আস্থা রাখুন। ট্রেন্ড বদলালেও নিজের স্টাইলই আসল পরিচয়।

· আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের রংটি বেছে নিন, আর মন খুলে হাসুন, তাতেই আকর্ষণীয় হয়ে উঠবে ঠোঁট।

Lipstick Shade Fashion Tips Winter Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy