আঁকা ভ্রু নয়, বাঁকা ভ্রু। তা-ও আবার প্রাকৃতিক ভাবে ঘন রোমে ঢাকা। অনেকেরই এমন সুন্দর ভ্রু নিয়ে জন্মান। তবে অনেকের তা থাকেও না। তাঁরা ঘন ভ্রুয়ের সৌন্দর্য পেতে সাহায্য নেন ভ্রু আঁকার। কিন্তু চাইলে প্রাকৃতিক ভাবেও ঘন ভ্রু পেতে পারেন তাঁরা। শুধু কিছু নিয়ম মেনে চলতে হবে।
১। ওয়াক্সিং
ভ্রু ঘন করতে চাইলে কিছু দিন প্লাকিং বা ওয়াক্সিং থেকে বিরত থাকুন। বাড়িতেও টুইজারের সাহায্যে ভ্রু তুলবেন না। যদি মেকআপ করার সময় খুব অগোছালো লাগে তবে কনসিলারের সাহায্যে অতিরিক্ত ভ্রু ঢেকে দিতে পারেন।
২। এক্সফোলিয়েটিং
নিয়মিত এক্সফোলিয়েট করলে বা মৃত কোষ দূর করলে ভ্রু ঘন হয়। কারণ এতে ত্বকের উপরিভাগে রোমের বৃদ্ধি ভাল হয়। কী ভাবে করবেন? বেবি ব্রাশের সাহায্যে যে দিকে ভ্রুর গ্রোথ সে দিকে সার্কুলার মুভমেন্টে ব্রাশ করুন। দিনে দু’বার করলে রক্ত সঞ্চালনও বাড়বে। যা রোমের বৃদ্ধিতে সাহায্য করবে।
৩। অয়েলিং
পুষ্টি জোগাতে ভ্রুতে তেল দিন। অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল এবং ক্যাস্টর অয়েল ভ্রুতে লাগান। এতেও ভ্রুর রোমের বৃদ্ধি ভাল হবে।
৪। ডায়েট
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন এ, ই এবং কে। এ ছাড়া আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডও রাখতে ভুলবেন না। এতে ভ্রু তো বটেই চুল এবং ত্বকের স্বাস্থ্যও ভাল হবে। অন্য দিকে, খাদ্যতালিকা থেকে চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে। কারণ তা শরীরে ভিটামিন ও খনিজের মাত্রা কমিয়ে দেয়।
৫। সিরাম
চুল ঘন করতে সাহায্য করে সিরাম। বাজারে অনেক রকম ভাল মানের সিরাম পাওয়া যায়। নিজের পছন্দমতো বেছে নিন। ভ্রুতে নিয়মিত সিরাম লাগালে ভ্রু ঘন হবে।