বয়স বাড়লে তার ছাপ যেমন মুখে পড়ে, তেমনই পড়ে হাতেও। কিন্তু মুশকিল হল মুখের ছাপ এড়াতে অধিকাংশে যতখানি যত্নবান হন, হাত থেকে বয়সের ছাপ দূর করতে ততটা চেষ্টা করেন না। অথচ মুখের মতোই হাতের দু’পিঠও চোখে পড়ে। তাতেও প্রকট হয় বয়স। হাতের বলিরেখা দূর করতে অবশ্য কিছু ঘরোয়া উপায় রয়েছে। যা নিয়মিত মেনে চললে অচিরেই আপনার হাতের বয়সও মুখের মতোই কম দেখাবে।
১। কলার প্যাক
একটি পাকা কলা ভাল ভাবে চটকে বা মিক্সিতে বেটে নিয়ে সেই মিশ্রণ হাতের দু’ পিঠে এবং কনুই পর্যন্ত বাহুতে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রাখতে হবে। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেললেই চোখে পড়বে জেল্লা। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে সাত দিনের মধ্যেই হাতের শুষ্ক ভাব এবং বলিরেখা দূর হয়ে ফিরবে টান টান ত্বক।
২। নারকেল তেল এবং মধু
ভাল কাঠের ঘানিতে পেষাই করা নারকেল তেল খুঁজলে পাওয়া যায় বাজারে। ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে আধ ঘণ্টা হাতে মেখে রাখুন। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এই প্যাক শুধু হাতে নয় গোটা শরীরেই ব্যবহার করতে পারেন। দশ দিনেই ত্বকের জেল্লা দেখে তরুণী মনে হবে।
৩। সেদ্ধ গাজরের প্যাক
১ টি গাজর সেদ্ধ করে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভাল করে মিক্সিতে বেটে নিন। এ বার ওই মিশ্রণ হাতে মেখে রাখুন মিনিট ২০। তার পরে জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এই প্যাকে হাতের ত্বকের রংও উজ্জ্বল দেখাবে।
সতর্কতা
তবে হাতের বা ত্বকের যত্ন নিতে শুধু প্যাক মাখলেই চলবে না। এর পাশাপাশি ত্বককে বাইরের রোদের তাপ থেকে বাঁচাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নিয়ম করে হাতের মৃত কোষ দূরতে হবে। ময়েশ্চারাইজ়ও করতে হবে।