Advertisement
E-Paper

মনীশ মলহোত্রকে ‘লোকাল ডিজ়াইনার’ তকমা হলিউড তারকার, জবাবে কী বললেন পোশাকশিল্পী?

মনীশ মলহোত্রের নকশা করা পোশাক পরেছিলেন সেই হলিউড তারকা। মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানীর বিয়েতে মনীশের নকশা করা শাড়ি এবং লহেঙ্গা পরেছিলেন হলিউডের দুই তারকা। যেমনটা এ বছর পরেছেন মার্কিন পপতারকা জেনিফার লোপেজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৪৩
গত বছরের ‘মেট গালা’-এ মনীশ মলহোত্র।

গত বছরের ‘মেট গালা’-এ মনীশ মলহোত্র। ছবি : সংগৃহীত।

বলিউডে নায়িকাদের গ্ল্যমারাস সাজগোজের কথা উঠলে তাঁর নামই সবার আগে মনে আসে। আর তা হবে না-ই বা কেন! একের পর এক ‘ব্লকবাস্টার’ ছবিতে চরিত্রের জন্য পোশাক বানিয়ে তাঁদের গ্ল্যামারাস বানিয়েছেন তো তিনিই।

‘কভি খুশি কভি গম’-এর ‘পু’ করিনা কপূর খান হোন বা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রানি মুখোপাধ্যায়, ‘দিলওয়ালে দুলহনিয়ার...’-র কাজল থেকে শুরু করে, ‘ওম শান্তি ওম’-এর দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়ার ‘দেশি গার্ল’ অবতার, ‘ম্যায় হু না’-র সুস্মিতা সেন, 'রঙ্গিলা'র উর্মিলা মাতণ্ডকর, ‘বীর-জ়ারা’-র প্রীতি জ়িন্টা, এমনকি, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর আলিয়া ভট্ট— সবারই চরিত্র বাড়তি প্রাণ পেয়েছে তাঁর হাতের জাদুতে। তিনি বলিউডের তারকা পোশাকশিল্পী মনীশ মলহোত্র। দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়েছে তাঁর খ্যাতি। মেট গালা হোক বা কান চলচ্চিত্র উৎসব— ফ্যাশনের নানা তীর্থক্ষেত্রে পৌঁছেছেন তিনি এবং তাঁর নকশা করা পোশাক। সেই তাঁকে কি না ‘লোকাল ডিজ়াইনার’ তকমা দিলেন এক হলিউড তারকা!

বাঁ দিক থেকে, কুছ কুছ হোতা হ্যায় ছবিতে রানি মুখোপাধ্যায়, মাঝে ‘দেশি গার্ল’ গানে প্রিয়ঙ্কা চোপড়া, ‘কভি খুশি কভি গম’ ছবিতে করিনা কপূর খান।

বাঁ দিক থেকে, কুছ কুছ হোতা হ্যায় ছবিতে রানি মুখোপাধ্যায়, মাঝে ‘দেশি গার্ল’ গানে প্রিয়ঙ্কা চোপড়া, ‘কভি খুশি কভি গম’ ছবিতে করিনা কপূর খান।

মনীশের নকশা করা পোশাক পরেছিলেন সেই হলিউড তারকা। গত বছর অনন্ত অম্বানীর বিয়েতে মনীশের নকশা করা শাড়ি এবং গয়না পরেছিলেন হলিউডের তারকা কিম কার্দাশিয়ান এবং তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান। যেমনটা এ বছর পরেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ়। ভারতের ধনকুবের রাজু মান্টেনার কন্যার বিয়েতে তিনি উদয়পুরে এসেছিলেন মনীশের নকশা করা শাড়ি পরে। জেনিফার অবশ্য মনীশের শাড়ি নিয়ে ওই ধরনের কোনও মন্তব্য করেননি। মনীশকে 'লোকাল ডিজ়াইনার' তকমা দিয়েছেন ক্লোয়ি। একটি ভিডিয়োয় অনন্তের বিয়েতে তাঁদের শাড়ি এবং গয়না পরার ছবি দিয়ে ক্লোয়ি বলেছেন, ওই পোশাক এক ‘লোকাল ডিজ়াইনার’-এর বানানো। এরই জবাব দিয়েছেন মনীশ।

কিম কার্দাশিয়ান এবং তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান। অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানে।

কিম কার্দাশিয়ান এবং তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান। অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানে।

মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মনীশকে ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘লোকাল ডিজ়াইনার তো বটেই, শুধু ওই ডিজ়াইনার একটু বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে, এই যা।’’

সত্যি বলতে মনীশ নিজের ব্র্যান্ডের পোশাক বানানোর পাশাপাশি, ‘অউট কুচুওর’ বা হাই এন্ড ফ্যাশন, ব্রাইডাল ফ্যাশনের কাজও করেন। আর এখন ফিল্মের প্রযোজনার কাজও করছেন। তাঁকে স্রেফ ‘লোকাল ডিজ়াইনার’ তকমা দিলে তাঁর কাজের পরিধির প্রায় কিছুই ব্যাখ্যা করা হয় না। তবে মনীশ বিষয়টিকে হালকা ভাবেই নিয়েছেন। তিনি বলেছেন, ‘‘অবশ্যই আমি লোকাল। মুম্বইয়ে থাকি। মুম্বইকে ভালবাসি। এটা আমার সবচেয়ে প্রিয় শহর। আর আমি এক জন খাঁটি এবং গর্বিত মুম্বইকর। তাই লোকাল শব্দটিতে আমার কোনও আপত্তি নেই। আর তা ছাড়া তিনি কথাটা ঠিক আমাকে অসম্মান করার জন্য বলেননি।’’

রাজু মান্টেনার কন্যার বিয়ের অনুষ্ঠানে মনীশের নকশা করা শাড়িতে জে লো।

রাজু মান্টেনার কন্যার বিয়ের অনুষ্ঠানে মনীশের নকশা করা শাড়িতে জে লো।

ক্লোয়ি ভিডিয়োয় বলেছিলেন, ‘‘আমার পোশাকটা দারুণ সুন্দর দেখাচ্ছে। এটা এক লোকাল ডিজ়াইনারের বানানো। আমি আপনাদের ওঁর নাম বলে দেব। কী সুন্দর বানিয়েছেন!’’ মনীশ জানিয়েছেন, ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে ক্লোয়ি তাঁকে ব্যক্তিগত টেলিফোন বার্তা পাঠিয়েছিলেন। তাতে এই ‘লোকাল’ বিষয়টি নিয়েও জানিয়েছিলেন। পোশাকশিল্পী তাঁকেও জানান যে, তিনি এতে কিছু মনে করেননি।

Manish Malhotra kim kardasian
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy