Advertisement
E-Paper

১০.৩ ক্যারাটের নীল হিরে নিলাম হল জেনিভায়, কত কোটি দাম উঠল? গেল কার হাতে?

ওজন ১০.০৩ ক্যারাট। নীল রঙের ওই হিরে জেনিভার সদেবিতে বুধবার নিলামে ওঠার আগে বেশ কয়েকটি মহাদেশ ঘুরে এসেছে। প্রথমে আবু ধাবির হাই জুয়েলারি ফ্যাশন প্রদর্শনীতে রাখা হয়েছিল রত্নটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:৫৫
‘মেডিটেরেনিয়ান ব্লু’ নামের একটি নীল হিরে চড়া দামে বিক্রি হল।

‘মেডিটেরেনিয়ান ব্লু’ নামের একটি নীল হিরে চড়া দামে বিক্রি হল। ছবি : সদবির ইনস্টাগ্রাম থেকে।

রত্নখচিত অলঙ্কার পরা এখন ‘হাই ফ্যাশন’-এর অঙ্গ। এই যে মুকেশ অম্বানির স্ত্রী-কন্যা-বৌমারা হাতের তালুর মাপের চুনি-পান্না পরে জনসমক্ষে আসেন বা মেট গালার মতো ফ্যাশন প্রদর্শনীতে ছোটখাটো বলের মতো রত্নগাঁথা হার পরে হাজির হন বিদেশি এবং ভারতীয় তারকারা, সেই সবই হল ‘হাই জুয়েলারি ফ্যাশন’। সেই দুনিয়ায় এক নতুন তারকার উদয় হল বুধবার জেনিভার সদেবির নিলামঘরে। ‘মেডিটেরেনিয়ান ব্লু’ নামের একটি নীল হিরে চড়া দামে বিক্রি হল সেখানে। সদেবির দাবি, সেটি এ বছরে এখনও পর্যন্ত বিক্রি হওয়া অন্যতম দামি রত্ন।

ওজন ১০.০৩ ক্যারাট। নীল রঙের ওই হিরে জেনিভার সদেবিতে বুধবার নিলামে ওঠার আগে বেশ কয়েকটি মহাদেশ ঘুরে এসেছে। প্রথমে আবু ধাবির হাই জুয়েলারি ফ্যাশন প্রদর্শনীতে রাখা হয়েছিল রত্নটি। সেখান থেকে এশিয়ার কয়েকটি দেশে এবং আমেরিকায় অন্যান্য রত্নের পাশাপাশি ‘মেডিটেরেনিয়ান ব্লু’-এর প্রদর্শনী হয়। হিরেটি কিনতে চেয়ে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। অবশেষে হিরেটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয় সদেবি। বুধবার সেই হিরে নিলামে ওঠে। সদেবি একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, হিরেটি কেনার জন্য সংগ্রাহকদের মধ্যে একরকম রেষারেষিই চলে। অবশেষে আমেরিকার এক সংগ্রাহক সর্বোচ্চ দর হেঁকে হিরেটি ব্যক্তিগত সংগ্রহের জন্য কিনে নেন।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার কালিনান খনি থেকে রত্নটি যখন তোলা হয়, তখন সেটি ছিল ৩২ ক্যারাট ওজনের একটি পাথর। ৬ মাস ধরে চলেছে সেই পাথরকে রত্নে পরিণত করার পরিকল্পনা এবং গবেষণা। পরিকল্পনামাফিক পালিশ এবং কাটার পরে তৈরি হয় ছোট্ট কুশনের মতো আকৃতির ওই হিরে, যা বুধবার ২ কোটি ১৫ লক্ষ ডলারে বিক্রি হল সদেবিতে। ভারতীয় মুদ্রায় ১৮৪ কোটি টাকার সমান।

High jewellery fashion expensive gem Blue Diamond
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy