চুল পড়ার সমস্যা হলে প্রথমেই বিষ নজর পড়ে শ্যাম্পুর দিকে। মনে হয় ওটিই যত নষ্টের গোড়া। কারণ, চুলে বাইরের প্রসাধনী বলতে ওটিই সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং নিয়মিত ব্যবধানে ব্যবহার করতেই হয়। এমন একটি জরুরি জিনিসে যদি রাসায়নিক থাকে আর তা থেকে চুলের ক্ষতি হয়, তবে তার প্রতিকার খুঁজতে চাওয়ায় ভুল নেই কোনও। কিন্তু বাজারে রাসায়নিক বর্জিত শ্যাম্পু খুঁজে পাওয়া দুষ্কর। যা-ও বা পাওয়া যায়, সেগুলির দাম থাকে অনেক বেশি। তবে রাসায়নিক বর্জিত শ্যাম্পু খুঁজতে বাজার উজার না করলেও চলবে প্রয়োজন হলে তেমন শ্যাম্পু বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। অনেকেই রিঠা দিয়ে প্রাকৃতিক শ্যাম্পু বানানোর কথা বলে থাকেন। তবে এই শ্যাম্পু রিঠা ছাড়াও বানানো যেতে পারে।
উপকরণ হিসাবে যা লাগবে
সব মিলিয়ে চারটি জিনিস জরুরি—
আধ কাপ তরল ক্যাস্টাইল সাবান, যা কিনা অলিভ অয়েল বা নারকেল তেলের মতো ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি। আধ কাপ পরিশ্রুত জল। ১ টেবিল চামচ যেকোনও ভাল মানের তেল। সেটা হোহোবা, অলিভ কিংবা নারকেল তেলও হতে পারে। আর ১০-২০ ফোঁটা এসেনসিয়াল অয়েল।
এর সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা অথবা ১-২ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগারও মেশানো যেতে পারে।
কী ভাবে বানাবেন?
সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন একটি বোতলে। প্রতি বার ব্যবহারের আগে ভাল ভাবে ঝাঁকিয়ে নিন।
ব্যবহার করবেন কী ভাবে?
চুল ভিজিয়ে নিন। শ্যাম্পু দিয়ে মাথার ত্বকে ভাল ভাবে ঘষুন। তার পরে ভাল ভাবে ধুয়ে ফেলুন।