সাজের ভিতটা ঠিক কী? পোশাক, না কি অলঙ্কার? এ নিয়ে রয়েছে নানা মত। কারও কাছে পোশাককে দশ গোল দেবে গয়না, কারও কাছে উল্টো। কিন্তু সাজের জগতে গয়না যে গুরুত্বপূর্ণ, তা কেউ অস্বীকার করবেন না। আর তাই পুজোর আগে গয়নার বাজার যে জমজমাট হবেই, তা বলার অপেক্ষা রাখে না। রুপো বা সোনার দামে ভাটা পড়ুক বা জোয়ার উঠুক, দোকানে মানুষের ভিড়ে খামতি পড়বে না।