Advertisement
১৪ ডিসেম্বর ২০২৫
Diwali fashion 2025

চিরন্তনী সাদা-লাল থেকে গোলাপের কেশসজ্জা, আলোর উৎসবে কী ভাবে সাজলেন টলি-বলি তারকারা

কালীপুজো, দীপাবলির পর্ব শেষ হয়েছে এ বছরের মতো। সামনেই ভাইফোঁটা। আলোর উৎসবে কেমন সাজলেন বলিডউ থেকে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৮:১৩
Share: Save:
০১ ২২
 আঁধার ঘুচিয়ে আলোয় ফেরার উৎসব দীপাবলি। সেই আলোর ছটায় যেমন সেজে ওঠে চারপাশ, তেমনই সাজেন তারকারাও। উৎসব মানে যেমন উদ্‌যাপন, তেমনই নিজেকেও সাজিয়ে তোলা।

আঁধার ঘুচিয়ে আলোয় ফেরার উৎসব দীপাবলি। সেই আলোর ছটায় যেমন সেজে ওঠে চারপাশ, তেমনই সাজেন তারকারাও। উৎসব মানে যেমন উদ্‌যাপন, তেমনই নিজেকেও সাজিয়ে তোলা।

০২ ২২
বলিউডের দীপাবলি চিরকালই ঝলমলে, জৌলুসময়। পার্টির আয়োজনও হয় তেমনই। জমকালো পোশাকে সাজেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে উদ্‌যাপনের ধরন খানিক আলাদা হলেও পিছিয়ে থাকে না টলিউডও। পুজো, বাজি, অন্দরসজ্জা নিয়ে নিজেদের মতো কালীপুজোয় আনন্দ করেন বঙ্গ তারকারাও।

বলিউডের দীপাবলি চিরকালই ঝলমলে, জৌলুসময়। পার্টির আয়োজনও হয় তেমনই। জমকালো পোশাকে সাজেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে উদ্‌যাপনের ধরন খানিক আলাদা হলেও পিছিয়ে থাকে না টলিউডও। পুজো, বাজি, অন্দরসজ্জা নিয়ে নিজেদের মতো কালীপুজোয় আনন্দ করেন বঙ্গ তারকারাও।

০৩ ২২
বলিউড থেকে টলিউড— কালীপুজো, দীপাবলি উদ্‌যাপন হয়েছে সাড়ম্বরে। উৎসবের আবহে কেউ হয়ে উঠেছেন ‘পটকা’, কেউ আবার বেছে নিয়েছেন চিরন্তনী সাজ। ভারী গয়না, ফুল, শাড়ি, লেহঙ্গা, চিকনকারি পোশাকে এক এক জন সেজেছেন এক এক রকম ভাবে।

বলিউড থেকে টলিউড— কালীপুজো, দীপাবলি উদ্‌যাপন হয়েছে সাড়ম্বরে। উৎসবের আবহে কেউ হয়ে উঠেছেন ‘পটকা’, কেউ আবার বেছে নিয়েছেন চিরন্তনী সাজ। ভারী গয়না, ফুল, শাড়ি, লেহঙ্গা, চিকনকারি পোশাকে এক এক জন সেজেছেন এক এক রকম ভাবে।

০৪ ২২
দীপাবলিতে কন্যা দুয়াকে ক্যামেরার সামনে আনলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। মা-মেয়ে দু’জনের পরনেই ছিল লাল। রণবীর পরেছিলেন কুর্তা—পাজামার সঙ্গে গলাবন্ধ কোট। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরেছিলেন দীপিকা। একরঙা লাল, লম্বা, ঢোলাহাতা গলাবন্ধ আনারকলির সঙ্গে সঙ্গে নিয়েছিলেন সোনালি সুতোর কারুকাজ করা ওড়না। মোগল স্থাপত্যের জাফরি কাজের নকশা ছিল ওড়নায়। মায়ের মতোই আনারকলি ধরনের পোশাক পরানো হয়েছিল দুয়াকেও।

দীপাবলিতে কন্যা দুয়াকে ক্যামেরার সামনে আনলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। মা-মেয়ে দু’জনের পরনেই ছিল লাল। রণবীর পরেছিলেন কুর্তা—পাজামার সঙ্গে গলাবন্ধ কোট। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরেছিলেন দীপিকা। একরঙা লাল, লম্বা, ঢোলাহাতা গলাবন্ধ আনারকলির সঙ্গে সঙ্গে নিয়েছিলেন সোনালি সুতোর কারুকাজ করা ওড়না। মোগল স্থাপত্যের জাফরি কাজের নকশা ছিল ওড়নায়। মায়ের মতোই আনারকলি ধরনের পোশাক পরানো হয়েছিল দুয়াকেও।

০৫ ২২
বয়স যে সংখ্যা মাত্র, ফের প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। একরঙা লাল শিল্পের শাড়িতে তিনি যেন ‘পটকা’। নায়িকার ইনস্টাগ্রামের ছবির ক্যাপশন সে কথাই বলছে। খোলা চুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর, গলায় সবুজ পাথরের কুন্দনের গয়না। এক হাতে মোটা চূড়, দুই হাতে আংটি। হল্টার নেক ব্লাউজ়ের সঙ্গে মাননসই সাজে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী।

বয়স যে সংখ্যা মাত্র, ফের প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। একরঙা লাল শিল্পের শাড়িতে তিনি যেন ‘পটকা’। নায়িকার ইনস্টাগ্রামের ছবির ক্যাপশন সে কথাই বলছে। খোলা চুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর, গলায় সবুজ পাথরের কুন্দনের গয়না। এক হাতে মোটা চূড়, দুই হাতে আংটি। হল্টার নেক ব্লাউজ়ের সঙ্গে মাননসই সাজে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী।

০৬ ২২
শেট্টি পরিবারের দীপাবলি উৎসবে ধরা পড়েছে রংমিলান্তি। মা-মেয়ের পোশাক ছিল লালরঙা। শিল্পা শেট্টির ছেলে এবং স্বামী পরেছিলেন ঘিয়ে রঙের কুুর্তা-পাজামা।

শেট্টি পরিবারের দীপাবলি উৎসবে ধরা পড়েছে রংমিলান্তি। মা-মেয়ের পোশাক ছিল লালরঙা। শিল্পা শেট্টির ছেলে এবং স্বামী পরেছিলেন ঘিয়ে রঙের কুুর্তা-পাজামা।

০৭ ২২
উৎসবে আলিয়া ভট্ট এবং রণবীর কূপরের পোশাকের রং না মিললেও, দু’জনেই বেছে নিয়েছিলেন চিকনকারি কুর্তা। আলিয়া ভট্টের হালকা গোলাপি রঙের পোশাকটির নকশা করেছেন পোশাকশিল্পী সন্দীপ খোসলা। তবে বিশেষ ভাবে নজর কেড়েছে আলিয়ার পরনের হালকা সবুজরঙা স্কার্ট, যেটি দেখতে একেবারে লুঙ্গির মতো। মাথায় গজরা, গলায় নেকলেস— ছিমছাম সাজেই আলিয়াকে ভারি মিষ্টি দেখাচ্ছিল।

উৎসবে আলিয়া ভট্ট এবং রণবীর কূপরের পোশাকের রং না মিললেও, দু’জনেই বেছে নিয়েছিলেন চিকনকারি কুর্তা। আলিয়া ভট্টের হালকা গোলাপি রঙের পোশাকটির নকশা করেছেন পোশাকশিল্পী সন্দীপ খোসলা। তবে বিশেষ ভাবে নজর কেড়েছে আলিয়ার পরনের হালকা সবুজরঙা স্কার্ট, যেটি দেখতে একেবারে লুঙ্গির মতো। মাথায় গজরা, গলায় নেকলেস— ছিমছাম সাজেই আলিয়াকে ভারি মিষ্টি দেখাচ্ছিল।

০৮ ২২
ব্যস্ততার মাঝেও পরিবার সবসময়েই গুরুত্ব পায় প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে। এবারের দীপাবলিও স্বামী নিক, মেয়ে মালতী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে উদ্‌যাপন করেছেন প্রিয়ঙ্কা। উৎসবের দিনে তিনি পরেছিলেন নুডল্‌স স্ট্র্যাপের লাল রঙা খাটো ঝুলের সালোয়ার স্যুট।নিক পরেছিলেন গলাবন্ধ শেরওয়ানি। মেয়ে মালতী সেজেছিল সাদা রঙের ঘের দেওয়া পোশাকে।

ব্যস্ততার মাঝেও পরিবার সবসময়েই গুরুত্ব পায় প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে। এবারের দীপাবলিও স্বামী নিক, মেয়ে মালতী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে উদ্‌যাপন করেছেন প্রিয়ঙ্কা। উৎসবের দিনে তিনি পরেছিলেন নুডল্‌স স্ট্র্যাপের লাল রঙা খাটো ঝুলের সালোয়ার স্যুট।নিক পরেছিলেন গলাবন্ধ শেরওয়ানি। মেয়ে মালতী সেজেছিল সাদা রঙের ঘের দেওয়া পোশাকে।

০৯ ২২
দীপাবলিতে সাবেকি সাজে নজর কাড়লেন শাহিদ কপূর এবং মীরা রাজপুত। গাঢ় নীলরঙা কুর্তার সঙ্গে একই রঙের উড়নি ছিল অভিনেতার পরনে। হলুদরঙা জরির কাজ করা স্যুটের সঙ্গে মীরা নিয়েছিলেন জমকালো ওড়না। গলায় মেরুনরঙা হার এবং কানের দুল। হাতে আংটি। সাজের বাহার এতটুকুই। তবে যুগলকে মানিয়েছিল বেশ।

দীপাবলিতে সাবেকি সাজে নজর কাড়লেন শাহিদ কপূর এবং মীরা রাজপুত। গাঢ় নীলরঙা কুর্তার সঙ্গে একই রঙের উড়নি ছিল অভিনেতার পরনে। হলুদরঙা জরির কাজ করা স্যুটের সঙ্গে মীরা নিয়েছিলেন জমকালো ওড়না। গলায় মেরুনরঙা হার এবং কানের দুল। হাতে আংটি। সাজের বাহার এতটুকুই। তবে যুগলকে মানিয়েছিল বেশ।

১০ ২২
জেনেলিয়া ডিসুজ়ার  ফুল দিয়ে কেশসজ্জা বরাবরই প্রশংসিত। তবে এ বছরে দীপাবলিতে সেই সাজ ছিল বেশ অভিনবও। মাথার পিছন থেকে ঝুলিয়ে দিয়েছিলেন গোলাপিরঙা গোলাপের সারি। লম্বা চারটি ফুলেল সারি ঢেকে দিয়েছিল চুল। পরেছিলেন রঙিন সুতোর কাজ করা দুধে-আলতা রঙের কুর্তা। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে গোলাপি টিপ, চোখে কাজল। কানে কুন্দনের দুল।

জেনেলিয়া ডিসুজ়ার ফুল দিয়ে কেশসজ্জা বরাবরই প্রশংসিত। তবে এ বছরে দীপাবলিতে সেই সাজ ছিল বেশ অভিনবও। মাথার পিছন থেকে ঝুলিয়ে দিয়েছিলেন গোলাপিরঙা গোলাপের সারি। লম্বা চারটি ফুলেল সারি ঢেকে দিয়েছিল চুল। পরেছিলেন রঙিন সুতোর কাজ করা দুধে-আলতা রঙের কুর্তা। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে গোলাপি টিপ, চোখে কাজল। কানে কুন্দনের দুল।

১১ ২২
আলোর উৎসবে রং মিলিয়ে পোশাক পরেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। হলুদ রঙের সালোয়ারের সঙ্গে হলুদ সুতোর কাজ করা ওড়না নিয়েছিলেন তিনি। তাঁর স্বামীও পরেছিলেন কিয়ারার ওড়নার মতোই হলুদ সুতোর কারুকাজ করা কুর্তা।

আলোর উৎসবে রং মিলিয়ে পোশাক পরেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। হলুদ রঙের সালোয়ারের সঙ্গে হলুদ সুতোর কাজ করা ওড়না নিয়েছিলেন তিনি। তাঁর স্বামীও পরেছিলেন কিয়ারার ওড়নার মতোই হলুদ সুতোর কারুকাজ করা কুর্তা।

১২ ২২
শাহরুখ কন্যার দীপাবলির পোশাকটি ছিল বেশ জমকালো। জারদৌসি কাজের বানজারা স্টাইল লাল-হলুদ লেহঙ্গায়  সেজেছিলেন সুহানা খান। খোলা চুলের কেশসজ্জা, টিকলি, কানের দুল, হাতে ছিল মানানসই বালা।

শাহরুখ কন্যার দীপাবলির পোশাকটি ছিল বেশ জমকালো। জারদৌসি কাজের বানজারা স্টাইল লাল-হলুদ লেহঙ্গায় সেজেছিলেন সুহানা খান। খোলা চুলের কেশসজ্জা, টিকলি, কানের দুল, হাতে ছিল মানানসই বালা।

১৩ ২২
আকাশি নীলরঙা ব্রালেটের সঙ্গে লেহঙ্গা পরেছিলেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। কাচ এবং সুতোর কাজ করা ওড়না সাজে অন্য মাত্রা এনেছিল। গলায় ছিল মুক্তো এবং রত্নখচিত হার। ঢেউখেলানো চুলে মিষ্টি দেখাচ্ছিল তাকে।

আকাশি নীলরঙা ব্রালেটের সঙ্গে লেহঙ্গা পরেছিলেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। কাচ এবং সুতোর কাজ করা ওড়না সাজে অন্য মাত্রা এনেছিল। গলায় ছিল মুক্তো এবং রত্নখচিত হার। ঢেউখেলানো চুলে মিষ্টি দেখাচ্ছিল তাকে।

১৪ ২২
ঘিয়ে রঙা অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে জমকালো সোনালি গয়না, ভারী দুল, খোঁপা করা চুলে সাদা ফুলের বাহার— এমন সাবেকি সাজেই দীপাবলিতে ক্যামেরায় ধরা দিলেন বঙ্গতনয়া অভিনেত্রী সায়নী গুপ্ত। দীপাবলির পার্টিতে সায়নীর সাজ নজর কেড়েছিল সকলেরই।

ঘিয়ে রঙা অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে জমকালো সোনালি গয়না, ভারী দুল, খোঁপা করা চুলে সাদা ফুলের বাহার— এমন সাবেকি সাজেই দীপাবলিতে ক্যামেরায় ধরা দিলেন বঙ্গতনয়া অভিনেত্রী সায়নী গুপ্ত। দীপাবলির পার্টিতে সায়নীর সাজ নজর কেড়েছিল সকলেরই।

১৫ ২২
দীপাবলিতে কালো রঙে বাজিমাত করেছেন পরিচালক কর্ণ জোহর। কালোরঙা গলাবন্ধ শেরওয়ানির উপরে সুতোর কাজ করা পাড়ের স্টোলটি সকলের নজর কেড়েছিল। কালো রঙের সঙ্গে ঢোলা ঘিয়ে পাজামা পরেছিলেন কর্ণ। প্রযোজক-পরিচালকের পোশাকটি তৈরি করেছেন প্রখ্যাত পোশাকশিল্পী মনীশ মালহোত্র।

দীপাবলিতে কালো রঙে বাজিমাত করেছেন পরিচালক কর্ণ জোহর। কালোরঙা গলাবন্ধ শেরওয়ানির উপরে সুতোর কাজ করা পাড়ের স্টোলটি সকলের নজর কেড়েছিল। কালো রঙের সঙ্গে ঢোলা ঘিয়ে পাজামা পরেছিলেন কর্ণ। প্রযোজক-পরিচালকের পোশাকটি তৈরি করেছেন প্রখ্যাত পোশাকশিল্পী মনীশ মালহোত্র।

১৬ ২২
বলিউডের পাশাপাশি টলিউড তারকারাও আলোর উৎসবে সেজেছেন, সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করেও নিয়েছেন। প্রদীপের আলোয় স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। হলুদ স্কার্টের সঙ্গে তুঁতে রঙের জ্যাকেট স্টাইল টপ, কানে ভারী দুল, আর খোলা চুলে নায়িকাকে লাগছিল মোহময়ী।

বলিউডের পাশাপাশি টলিউড তারকারাও আলোর উৎসবে সেজেছেন, সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করেও নিয়েছেন। প্রদীপের আলোয় স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। হলুদ স্কার্টের সঙ্গে তুঁতে রঙের জ্যাকেট স্টাইল টপ, কানে ভারী দুল, আর খোলা চুলে নায়িকাকে লাগছিল মোহময়ী।

১৭ ২২
দীপাবলি উপলক্ষে ছিল পুজোর আয়োজন। পুজোরই উপযোগী সাজসজ্জা করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। লাল রঙের সঙ্গে রুপোলি কাজ করা সালোয়ার স্যুট পরেছিলেন নুসরত, কপালে ছিল সিঁদুরের টিকা। তার সঙ্গে ভারী গয়নাও পরেছিলেন অভিনেত্রী। যশ পরেছিলেন গাঢ় চেরিরঙা সুতোর কাজ করা পাঞ্জাবি এবং সাদা পাজামা।

দীপাবলি উপলক্ষে ছিল পুজোর আয়োজন। পুজোরই উপযোগী সাজসজ্জা করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। লাল রঙের সঙ্গে রুপোলি কাজ করা সালোয়ার স্যুট পরেছিলেন নুসরত, কপালে ছিল সিঁদুরের টিকা। তার সঙ্গে ভারী গয়নাও পরেছিলেন অভিনেত্রী। যশ পরেছিলেন গাঢ় চেরিরঙা সুতোর কাজ করা পাঞ্জাবি এবং সাদা পাজামা।

১৮ ২২
আলোর উৎসবে শুভশ্রী সেজেছিলেন গোলাপিরঙা শাড়িতে। জর্জেট শাড়ির উপরে পাড় বরাবর ছিল কাঠদানার কাজ। রাজ চক্রবর্তী পরেছিলেন কালো পাঞ্জাবি। ছেলে ইউভান পরেছিল নীল কুর্তা, আর ইয়ালিনি মায়ের সঙ্গে রং মিলিয়ে গোলাপি স্কার্ট।

আলোর উৎসবে শুভশ্রী সেজেছিলেন গোলাপিরঙা শাড়িতে। জর্জেট শাড়ির উপরে পাড় বরাবর ছিল কাঠদানার কাজ। রাজ চক্রবর্তী পরেছিলেন কালো পাঞ্জাবি। ছেলে ইউভান পরেছিল নীল কুর্তা, আর ইয়ালিনি মায়ের সঙ্গে রং মিলিয়ে গোলাপি স্কার্ট।

১৯ ২২
সাদা সিল্কের পোশাক পরেছিলেন অভিনেত্রী পাওলি দাম। গলা জুড়ে ছিল এমব্রয়ডারির কাজ। সালোয়ারের নকশা ছিল ওড়নাতেও। খোলা চুল এবং প্রদীপের আলোয় স্নিগ্ধ দেখাচ্ছিল তাঁকে।

সাদা সিল্কের পোশাক পরেছিলেন অভিনেত্রী পাওলি দাম। গলা জুড়ে ছিল এমব্রয়ডারির কাজ। সালোয়ারের নকশা ছিল ওড়নাতেও। খোলা চুল এবং প্রদীপের আলোয় স্নিগ্ধ দেখাচ্ছিল তাঁকে।

২০ ২২
আলোর উৎসবে স্বামীর নীলাঞ্জন ঘোষের সঙ্গে ছবি দিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। লালা-সাদা শাড়িতে একদম সাবেকি ভাবে সেজেছিলেন। চুলে ছিল হাতখোঁপা, কানে সোনার দুল, গলায় চেন। গয়নার বাহুল্য ছিল না। নীলাঞ্জন পরেছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি।

আলোর উৎসবে স্বামীর নীলাঞ্জন ঘোষের সঙ্গে ছবি দিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। লালা-সাদা শাড়িতে একদম সাবেকি ভাবে সেজেছিলেন। চুলে ছিল হাতখোঁপা, কানে সোনার দুল, গলায় চেন। গয়নার বাহুল্য ছিল না। নীলাঞ্জন পরেছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি।

২১ ২২
আলোর উৎসবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সাজ ছিল বেশ জমকালো। গাঢ় বেগনিরঙা চওড়া সোনালি পাড় কাতান শাড়ি পরেছিলেন তিনি। চুলে খোঁপা, গলায় ছিল মুক্তো এবং সোনার গয়না, কানে দুল, হাতে মান্তাসা।

আলোর উৎসবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সাজ ছিল বেশ জমকালো। গাঢ় বেগনিরঙা চওড়া সোনালি পাড় কাতান শাড়ি পরেছিলেন তিনি। চুলে খোঁপা, গলায় ছিল মুক্তো এবং সোনার গয়না, কানে দুল, হাতে মান্তাসা।

২২ ২২
বরাবরই স্পল্প সাজে বিশ্বাসী অভিনেত্রী সন্দীপ্তা সেন। কালীপুজোয় লাল-সাদা শাড়িতে সেজেছিলেন তিনি। তবে চওড়া পাড়ের গরদ নয়, অভিনেত্রী পরেছিলেন জবাফুলের মোটিফ দেওয়া সিল্কের শাড়ি। কানে দুল, হাতে নোয়া আর আঙুলে আঙটি। কাজল আর ছোট্ট টিপেই সকলের নজর কেড়েছেন বঙ্গতনয়া।

বরাবরই স্পল্প সাজে বিশ্বাসী অভিনেত্রী সন্দীপ্তা সেন। কালীপুজোয় লাল-সাদা শাড়িতে সেজেছিলেন তিনি। তবে চওড়া পাড়ের গরদ নয়, অভিনেত্রী পরেছিলেন জবাফুলের মোটিফ দেওয়া সিল্কের শাড়ি। কানে দুল, হাতে নোয়া আর আঙুলে আঙটি। কাজল আর ছোট্ট টিপেই সকলের নজর কেড়েছেন বঙ্গতনয়া।

সব ছবি: ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy