দীপাবলিতে কন্যা দুয়াকে ক্যামেরার সামনে আনলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। মা-মেয়ে দু’জনের পরনেই ছিল লাল। রণবীর পরেছিলেন কুর্তা—পাজামার সঙ্গে গলাবন্ধ কোট। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরেছিলেন দীপিকা। একরঙা লাল, লম্বা, ঢোলাহাতা গলাবন্ধ আনারকলির সঙ্গে সঙ্গে নিয়েছিলেন সোনালি সুতোর কারুকাজ করা ওড়না। মোগল স্থাপত্যের জাফরি কাজের নকশা ছিল ওড়নায়। মায়ের মতোই আনারকলি ধরনের পোশাক পরানো হয়েছিল দুয়াকেও।
বয়স যে সংখ্যা মাত্র, ফের প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। একরঙা লাল শিল্পের শাড়িতে তিনি যেন ‘পটকা’। নায়িকার ইনস্টাগ্রামের ছবির ক্যাপশন সে কথাই বলছে। খোলা চুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর, গলায় সবুজ পাথরের কুন্দনের গয়না। এক হাতে মোটা চূড়, দুই হাতে আংটি। হল্টার নেক ব্লাউজ়ের সঙ্গে মাননসই সাজে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী।
উৎসবে আলিয়া ভট্ট এবং রণবীর কূপরের পোশাকের রং না মিললেও, দু’জনেই বেছে নিয়েছিলেন চিকনকারি কুর্তা। আলিয়া ভট্টের হালকা গোলাপি রঙের পোশাকটির নকশা করেছেন পোশাকশিল্পী সন্দীপ খোসলা। তবে বিশেষ ভাবে নজর কেড়েছে আলিয়ার পরনের হালকা সবুজরঙা স্কার্ট, যেটি দেখতে একেবারে লুঙ্গির মতো। মাথায় গজরা, গলায় নেকলেস— ছিমছাম সাজেই আলিয়াকে ভারি মিষ্টি দেখাচ্ছিল।
ব্যস্ততার মাঝেও পরিবার সবসময়েই গুরুত্ব পায় প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে। এবারের দীপাবলিও স্বামী নিক, মেয়ে মালতী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে উদ্যাপন করেছেন প্রিয়ঙ্কা। উৎসবের দিনে তিনি পরেছিলেন নুডল্স স্ট্র্যাপের লাল রঙা খাটো ঝুলের সালোয়ার স্যুট।নিক পরেছিলেন গলাবন্ধ শেরওয়ানি। মেয়ে মালতী সেজেছিল সাদা রঙের ঘের দেওয়া পোশাকে।
জেনেলিয়া ডিসুজ়ার ফুল দিয়ে কেশসজ্জা বরাবরই প্রশংসিত। তবে এ বছরে দীপাবলিতে সেই সাজ ছিল বেশ অভিনবও। মাথার পিছন থেকে ঝুলিয়ে দিয়েছিলেন গোলাপিরঙা গোলাপের সারি। লম্বা চারটি ফুলেল সারি ঢেকে দিয়েছিল চুল। পরেছিলেন রঙিন সুতোর কাজ করা দুধে-আলতা রঙের কুর্তা। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে গোলাপি টিপ, চোখে কাজল। কানে কুন্দনের দুল।
দীপাবলি উপলক্ষে ছিল পুজোর আয়োজন। পুজোরই উপযোগী সাজসজ্জা করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। লাল রঙের সঙ্গে রুপোলি কাজ করা সালোয়ার স্যুট পরেছিলেন নুসরত, কপালে ছিল সিঁদুরের টিকা। তার সঙ্গে ভারী গয়নাও পরেছিলেন অভিনেত্রী। যশ পরেছিলেন গাঢ় চেরিরঙা সুতোর কাজ করা পাঞ্জাবি এবং সাদা পাজামা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy