গরমে মুখের ত্বকে ব্রণ এবং ফুস্কুড়ির সমস্যা বেড়ে যাওয়া খুব অস্বাভাবিক ঘটনা নয়। অনেকেই গ্রীষ্ম কালে এই সমস্যায় ভোগেন। আর এর মূল কারণ হল ঘাম এবং তার সঙ্গে ত্বকের রন্ধ্রে জমা ধুলো-ময়লা। তা থেকেই নানা ধরনের ব্যাকটেরিয়া জন্মানোর অনুকূল পরিস্থিতি তৈরি হয় ত্বকে। এর উপর তৈলাক্ত ত্বক হলে ব্রণ এবং ফুস্কুড়ি অবধারিত। হয়তো দেখবেন একটি কমতে না কমতেই আরও দু’টি ব্রণ বা ফুস্কুড়ি উঁকি দিচ্ছে মুখের নানা জায়গায়। কোনওটি গালে, কোনওটি নাকের উপরে, কোনওটি ঠোঁট আর নাকের মাঝখানে।
ত্বককে জীবাণুমুক্ত রাখতে এবং গরমে অতিরিক্ত তেলের নিঃসরণ কমাতে খুব ভাল উপায় হতে পারে ফেস মিস্ট। যা রাতে শোওয়ার আগে বা মুখ ধোওয়ার পরে ত্বকে স্প্রে করে নিলে ব্রণ-ফুস্কুড়ি কমাতে সাহায্য করবে। বাজারে ফেস মিস্ট কিনতে পাওয়া যায়। তবে ক্ষতিকর রাসায়নিক এড়াতে চাইলে বাড়িতেও ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন ফেস মিস্ট।
কী ভাবে বানাবেন?
ফেস মিস্ট বানানোর জন্য প্রথমে দরকার খুব ভাল একটি স্প্রে বটল। যা মিস্ট অর্থাৎ সূক্ষ্ম বিন্দুর জলকণা তৈরি করতে পারবে। এ ছাড়া যা যা দরকার, তা হল—
১/২ কাপ পরিশ্রুত জল
১টি গ্রিন টি ব্যাগ বা এক চা চামচ গ্রিন টি
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
২-৩ ফোঁটা টি ট্রি অয়েল
প্রণালী: প্রথমে পরিশ্রুত জল ফুটিয়ে তাতে চা ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট। তার পরে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন।
এ বার ঠান্ডা হয়ে যাওয়া চায়ের সঙ্গে অ্যালোভেরা জেল এবং টি ট্রি অয়েল মিশিয়ে মিক্সারের জারে ঘুরিয়ে নিন।
একটি পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে পরিশ্রুত স্প্রে বটলে ভরে রাখুন এবং ফ্রিজে সংরক্ষণ করুন। প্রতিবার ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না।