Advertisement
E-Paper

বরফের জায়গায় বেড়াতে যাচ্ছেন? জিন্‌স পরলে কেন সমস্যা হবে, কোন পোশাক বাছবেন?

তাপমাত্রা যদি হিমাঙ্কের কাছে থাকে, জিন্‌সই কিন্তু বিপদে ফেলতে পারে। ঠান্ডা আটকানোর বদলে, ঠান্ডা লাগার কারণ হয়ে উঠতে পারে। কেন এমন হবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:১২
শীতের জায়গার আদর্শ পোশাক ডেনিম বা জিন্‌স নয় কেন?

শীতের জায়গার আদর্শ পোশাক ডেনিম বা জিন্‌স নয় কেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

শীত হোক বা গ্রীষ্ম— ডেনিমপ্রেমীদের কাছে জিন্‌সের বিকল্প নেই। তা ছাড়া, শীতের দিনে জিন্‌সই অধোবাস হিসাবে পছন্দ থাকে অনেকেরই। কারণ, একটু মোটা ধরনের ডেনিম পরলে, পা গরম থাকে, আরাম হয়। ফলে বেড়াতে গেলেও পোশাকের তালিকায় জিন্‌স সকলেই রাখতে চান।

তবে তাপমাত্রা যদি হিমাঙ্কের কাছাকাছি থাকে, এই জিন্‌সই কিন্তু বিপদে ফেলতে পারে। ঠান্ডা আটকানোর বদলে, ঠান্ডা লাগার কারণ হয়ে উঠতে পারে তা, এমনটাই মত পেশাদার বয়নশিল্পীদের। তার কারণও আছে। ডেনিম আসলে এক ধরনের টেকসই সুতি। তবে তা ঠান্ডা আটকানোর উপযুক্ত পোশাক নয়।

সমস্যা কেন হবে?

পেশাদার বয়নশিল্পীরা জানাচ্ছেন, প্রবল ঠান্ডায় বিশেষত তাপমাত্রা হিমাঙ্কের আশপাশে বা তার নীচে থাকলে জিন্‌সের সুতো বা তন্তুগুলি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। কাপড়টি স্বাভাবিক নমনীয়তা হারিয়ে ফেলে, শরীরের সঙ্গে ঠিক ভাবে লেগে থাকতে পারে না। তা ছাড়া, এই ধরনের সুতোয় গা-গরম করার উপযোগী উপকরণ থাকে না। কাপড়টি বেশি ঠান্ডা হয়ে গেলে তা আর শরীরের তাপ ধরে রাখতে পারে না। তা ছাড়া, জিন্‌স এবং শরীরের মধ্যে স্বল্প ফাঁক থাকলেও তাতে শীতল বাতাস প্রবেশ করে, ফলে শরীর ঠান্ডা হয়ে যায়।

আর্দ্রতা এবং বরফ

বরফাবৃত বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় জিন্‌স বা ডেনিমের পোশাক আরও সমস্যাজনক হয়ে উঠতে পারে। ডেনিমের তন্তু বা আঁশ দ্রুত ভিজে ভাব বা আর্দ্রতা শুষে নেয়। গরমের জন্য এটি যতটা ভাল, শীতের জন্য ততটাই ক্ষতিকর। গরমে এই কাপড় দ্রুত ঘাম শুষে নেয়, কিন্তু বরফের সংস্পর্শে এলে প্যান্ট দ্রুত ভিজে যায়। ভেজা ভাবের দরুণ তা অস্বস্তিকর হয়ে ওঠে, ঠান্ডা লাগে বেশি।

বরফশীতল হাওয়া

বরফশীতল হাওয়ার ঝাপটা আটকানোর ক্ষমতাও এতে নেই। ঠান্ডায় তন্তুগুলি শক্ত হয়ে পড়লে হাঁটাচলায় অসুবিধা হয়। ঠান্ডাও অনুভূত হয় বেশি।

বদলে কী পরবেন?

উলের প্যান্ট: সুতি-উলের মিশ্রণে তৈরি ট্রাউজার্স বা পোশাক শীতের জায়গায় পরার জন্য খুব ভাল। উলের তন্তু শরীরের তাপ বাইরে বেরোতে দেয় না বা বাইরের ঠান্ডা ঢুকতেও বাধা দেয়। ফলে শরীর গরম থাকে।

ফ্লিস: ফ্লিসের প্যান্টও শীতের জন্য উপযুক্ত। পলিয়েস্টার বা কৃত্রিম তন্তু দিয়ে তৈরি ফ্লিসের পোশাক বা প্যান্ট খুব হালকা অথচ গরম হয়। শীতের দিনে পরার জন্য ফ্লিস বিশেষ কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হল, এটি দ্রুত শুকিয়েও যায়। তাই বরফে ভিজে গেলেও ততটা অসুবিধা হওয়ার কথা নয়।

থার্মাল প্যান্ট: শীতের জায়গায় থার্মাল প্যান্ট পরা সবচেয়ে ভাল। এটি গা গরম রাখতে বিশেষ ভাবে সক্ষম। শরীরের তাপকে বাইরে বার হতে দেয় না। পায়ের সঙ্গে আটোসাঁটো ভাবে লেগে থাকবে, এমন থার্মাল প্যান্ট বা লেগিংসের উপর জলনিরোধী প্যান্ট বা পোশাক পরলে বরফের জায়গায় খুব সহজে চলেফেরা করা যাবে।

চামড়া: ঠান্ডা আটকানোর জন্য চামড়াও ভাল কাজ করে। জ্যাকেট এবং প্যান্ট চামড়ার হলে চট করে ঠান্ডা ঢুকবে না। শরীর গরম থাকবে।

Jeans Winter Wear
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy