পার্লারে গিয়ে ত্বকচর্চার শখ, অথচ কোন রাস্তা আপনার জন্য সেরা, তা জানেন না। ত্বকচর্চার এত শ্রেণিবিভাগের মাঝে বিভ্রান্ত হয়ে যাওয়া মোটেও অস্বাভাবিক নয়। সাধারণত মানুষ দ্বন্দ্বে পড়েন ক্লিনআপ ও ফেসিয়াল নিয়ে। কোনটি কেন করানো হয়, কোনটির কী উপকারিতা, কী সমস্যা— ইত্যাদি প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু প্রথমেই দেখে নিতে হবে, আপনার ত্বকের জন্য কোনটি ভাল। তার পর অন্যান্য বিষয়ে নজর রাখতে হবে।
ক্লিনআপ: ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করা এবং ময়লা ও তেল দূর করার জন্য সেরা হল ক্লিনআপ। ঘাম বা দূষণের মতো কারণে হওয়া ব্রণ বা ছোপ ছোপ দাগ দূর করতে হলে ক্লিনআপ করাতে পারেন। মূলত চারটি ধাপে এই ক্লিন করা হয়। ক্লিনজ়িং, স্ক্রাবিং, স্টিমিং এবং প্রয়োজন পড়লে এক্সট্র্যাকশনও (ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস অপসারণ করার পদ্ধতি) করা হয়। সময় লাগে প্রায় ৩০-৪৫ মিনিট। ত্বকের ধরন এবং জীবনযাত্রার উপর নির্ভর করে মাসে একাধিক বারও ক্লিনআপ করা যেতে পারে।
ফেসিয়াল: ত্বকের ময়লা পরিষ্কার করা কাজ নয় ফেসিয়ালের। ত্বকের জলশূন্যতা, বার্ধক্যের ছাপ, ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া ইত্যাদির মতো নির্দিষ্ট সমস্যাগুলির সমাধান করে ফেসিয়াল। ক্লিনজ়িং, এক্সফোলিয়েশন, স্টিমিং, এক্সট্র্যাকশন, মাসাজ, মাস্ক, প্রয়োজন পড়লে বিশেষ ট্রিটমেন্ট— এই কয়েক ধাপে ফেসিয়াল করানো হয়। ফলে সময়টাও বেশি লাগে। সাধারণত ৬০-৯০ মিনিট। এক মাসে বা দেড় মাসে এক বার করালেই যথেষ্ট। তা ছাড়া যদি খরচের কথা ভাবা হয়, তা হলে ক্লিনআপের থেকে অবশ্যই ফেসিয়ালের বেশি ব্যয়বহুল।
কিন্তু কোনটি আপনার ত্বকের জন্য ভাল?
ফেসিয়াল এবং ক্লিনআপের মধ্যে কোনটি বেছে নেবেন, তা নির্ভর করে আপনার ত্বকের প্রয়োজনের উপর। আপনি কি ত্বকের নানাবিধ সমস্যার সঙ্গে মোকাবিলা করতে চান, অথবা নিজের যত্ন নিতে চান, তা হলে ফেসিয়াল বেছে নিন। যেটির উদ্দেশ্য কেবল পরিষ্কার করা নয়। বরং একাধিক ধাপ মেনে ত্বকের সমস্যা মেটাবে। আপনার ত্বকে আরামও দেবে। কিন্তু যদি আপনি ত্বকের ময়লা অপসারণের করে গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করাতে চান, তা হলে ক্লিনআপ বেছে নেওয়া উচিত। আসলে দু’টিই আপনার ত্বকের জন্য সমান ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু কবে, কোন দিন আপনার ত্বক কী চাইছে সেটি এখানে গুরুত্বপূর্ণ। পাশাপাশি খরচ এবং হাতে কত সময় রয়েছে, সে সবের উপর নির্ভর করেও সিদ্ধান্ত নিতে হয় কখনও কখনও। তবে বলা হয়, প্রতি সপ্তাহে অন্তত এক বার ক্লিনআপ এবং প্রতি মাসে এক বার ফেসিয়াল করলেই সেরা ফল পাওয়া যায়।