Advertisement
E-Paper

প্রেম দিবসে সঙ্গীর সঙ্গে ডেটে যাচ্ছেন? নজর কাড়তে কী ভাবে সাজবেন, টিপ্‌স নিতে পারেন কিয়ারার থেকে

প্রেম দিবসে যদি সঙ্গীর সঙ্গে জমজমাট নৈশভোজের পরিকল্পনা থাকে, তা হলে সুন্দর করে সেজেগুজে যেতেই হবে। কী ভাবে সাবজেন, রূপটান কেমন হবে, তার টিপ্‌স নিতে পারে কিয়ারা আডবানীর থেকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২
Going on a date with your partner on Valentine\\\'s Day, you can take make up tips from Kiara Advani

প্রেম দিবসে কেমন হবে রূপটান? ফাইল চিত্র।

রাত পোহালেই প্রেম দিবস। ভালবাসা উদ্‌যাপনের দিন।প্রেমের উৎসবে গা ভাসাতে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় তুঙ্গে। ভালবাসার উৎসবকে আরও একটু রঙিন করে তুলতে প্রয়োজন বাহারি সাজ-পোশাকের। রূপটানেও থাকা চাই নতুনত্ব। প্রেম দিবসে যদি সঙ্গীর সঙ্গে জমজমাট নৈশভোজের পরিকল্পনা থাকে, তা হলে সুন্দর করে সেজেগুজে যেতেই হবে। কী ভাবে সাবজেন, রূপটান কেমন হবে, তার টিপ্‌স নিতে পারে কিয়ারা আডবানীর থেকে।

নায়িকাদের সাজ সব সময়েই হয় জেল্লাদার। তবে হালকা মেকআপেও কিয়ারার মতো ঝলমল করতে পারেন। জেনে নিন কৌশল।

ত্বকের রূপটান

প্রথমে পছন্দের স্ক্রাবার ব্যবহার করে মুখের মৃতকোষগুলি পরিষ্কার করেন। তার পর টোনার ব্যবহার করুন। এ বার হাইলুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম মাখুন, এতে ত্বকে স্বাভাবিক জেল্লা আসবে।

মেকআপ নিখুঁত করতে প্রাইমার লাগানো খুবই জরুরি। তার পর ময়েশ্চারাইজ়রের সঙ্গে মিশিয়ে ফাউন্ডেশন লাগান। বিশেষ করে চোখের নীচের অংশে ভাল করে ফাউন্ডেশন মাখুন। ফাউন্ডেশন খুব ভাল করে ব্লেন্ড করতেই হবে, না হলে ফুটে উঠবে। এ বার কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন। তবে খেয়াল রাখবেন মুখ যেন অতিরিক্ত সাদা না হয়ে যায়। হালকা গোলাপি রঙের ব্লাশ ব্যবহার করতে পারেন।

চোখের সাজ

চোখের উপর ও নীচে হালকা করে কাজল লাগান। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কাজলটি চোখের উপরের পাতার সঙ্গে মিলিয়ে নিন। আইশ্যাডো ছাড়া ‘স্মোকি আই’ করতে চাইলে এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজল চোখের পাতার উপরে ঘন থেকে ক্রমশ হালকা হয়ে মিলিয়ে যাবে।

তার পর ব্রাশ বা তুলির সাহায্যে নীচের অংশেও কাজল হালকা করে মিশিয়ে নিতে হবে। তবে চোখ যদি আরও সুন্দর, টানা টানা দেখাতে চান, তা হলে চোখের নীচে বাইরের কোনা থেকে উপরের পাতার কোনা পর্যন্ত জেল লাইনার বা কাজল পেনসিলের সাহায্যে ‘উইং’ বা ডানার মতো আকার দিতে পারেন। শেষ পর্যায়ে মাসকারার নিখুঁত টানে স্মোকি আই নিখুঁত হয়ে উঠবে। চোখের উপরের পল্লব এবং নীচের পল্লবে মাসকারা ব্যবহারে চোখ দেখাবে আরও সুন্দর।

ঠোঁট রাঙান গাঢ় লালে

শুষ্ক, ফাটা ঠোঁটে কিন্তু কোনও মেক আপই ভাল লাগবে না। তাই প্রথমেই ঠোঁটে ভাল করে লিপ বাম লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে টিস্যু দিয়ে চেপে অতিরিক্ত লিপ বাম শুষে নিন। ভালবাসার দিনে ঠোঁট রাঙান গাঢ় লালে। তবে লিপস্টিক পরার আগে লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। তারপর ম্যাট হোক বা গ্লসি—পছন্দ মতো বেছে নিন।

ঠোঁটের মেক আপ হাইলাইট করতে মুখের বাকি মেক আপ যতটা সম্ভব নিউট্রাল, ব্যালান্সড রাখুন। যদি লাল লিপস্টিক লাগান তবে কখনই লাল ব্লাশ অন লাগাবেন না। যদি লাগান তবে ময়শ্চারাইজার লাগিয়ে নিউট্রাল করে নিন।

Valentines Day Makeup Tips Eye Makeup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy