এক জোড়া ঘন, সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভ্রু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায় ভ্রু। আবার শারীরিক অসুস্থতার জন্যও ভ্রুর রোম ঝরে যেতে পারে। শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। চুলের, ত্বকের মতো ভ্রুর যত্ন নেওয়াও জরুরি। তার জন্য সালোঁতে যাওয়ার দরকার নেই। পুজোর আগে ঘন ভ্রু পেতে চাইলে, ঘরোয়া উপায়েই যত্ন নিন। তার জন্য বিশেষ কোনও প্রসাধনীর প্রয়োজন নেই, রোজের ব্যবহারের কিছু তেলই উপকারে আসবে।
ভ্রু ঘন করতে চাইলে কিছু দিন প্লাকিং বা ওয়াক্সিং থেকে বিরত থাকুন। বাড়িতেও টুইজারের সাহায্যে ভ্রু তুলবেন না। বেশি ঘন ঘন প্লাক করলে ভ্রু সরু হয়ে যায়।
ভ্রু-র যত্ন নিতে কোন কোন তেল মাখবেন?
ক্যাস্টর অয়েল
ভ্রূ ঘন করার জন্য সবচেয়ে বেশি উপযোগী। এই তেলে রাইসিনোলিক অ্যাসিড এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড যা ভ্রু-তে নতুন রোম গজাতে সাহায্য করবে।
ব্যবহারের নিয়ম: প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি পরিষ্কার কটন বাড বা আঙুলের সাহায্যে এক ফোঁটা তেল ভ্রু-তে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। সকালে ধুয়ে নিতে হবে।
নারকেল তেল
এতে থাকা লরিক অ্যাসিডের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে যা হেয়ার ফলিকলে সংক্রমণের ঝুঁকি কমায়। তা ছাড়া এতে থাকে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্ট ভ্রু-কে আরও সুন্দর ও ঘন করবে।
ব্যবহারের নিয়ম: সামান্য নারকেল তেল আঙুলে নিয়ে ভ্র-তে মালিশ করুন। সারা রাত রেখে পর দিন সকালে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
অলিভ অয়েল
অলিভ অয়েল ভিটামিন এ এবং ই-তে ভরপুর। এই ভিটামিনগুলি চুলের পুষ্টি ও বৃদ্ধির সহায়ক। ভ্রু-তে মাখলে উপকার পাবেন অল্প দিনেই।
ব্যবহারের নিয়ম: একস্ট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলে তুলো ভিজিয়ে তা ভ্রু-তে ভাল ভাবে মালিশ করুন। ঘণ্টা দুয়েক রেখে ধুয়ে ফেলুন। সারা রাত রেখে দিতে পারলে ভাল হবে।
আমন্ড অয়েল
আমন্ড অয়েলে থাকা ভিটামিন এ, বি এবং ই চুলের গোড়া থেকে পুষ্টি জোগায়, চুলকে মজবুত করে এবং হেয়ার ফলিকলে রক্ত সঞ্চালনে সাহায্য করে।
ব্যবহারের নিয়ম: তুলোয় করে দুই থেকে তিন ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ভ্রু-তে মালিশ করে নিন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলতে হবে।