চোখের মেকআপ ঠিক করে করতে পারলে, আপনার চোখ তারকাদের মতো আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সঠিক পদ্ধতিতে আইশ্যাডো লাগালে ছোট চোখ আরও বড় দেখাবে। ক্লান্ত চোখও অনেক সতেজ হয়ে উঠবে রূপটানের তুলির টানে। কিন্তু এই আইশ্যাডো লাগাতেই যদি গোলমাল হয়ে যায়, তা হলে বিপত্তি ঘটতে পারে। আপনার চোখের রং যাতে হাস্যকর বা দৃষ্টিকটু না লাগে, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।
আইশ্যাডোর ব্লেন্ডিং খুব ভাল হতে হবে। না হলে ভাল দেখাবে না। বিশেষ করে যখন চোখের উপরে দুটো রং একসঙ্গে ব্যবহার করবেন, তখন বিশেষ যত্ন নিয়ে মেশাতে হবে। তাহলে জেনে নিন কী ভাবে আইশ্যাডো পরবেন।
আইশ্যাডো পরার পদ্ধতি শিখুন ধাপে ধাপে
আপনি কী ধরনের আইশ্যাডো লাগাচ্ছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে বা আঙুল দিয়ে লাগিয়ে নিন। তার পর পরিষ্কার ব্রাশ দিয়ে বা অন্য আঙুল দিয়ে বাড়তি রং মুছে ফেলুন।
আরও পড়ুন:
যদি কোনও চকমকে আইশ্যাডো লাগান, তা হলে পদ্ধতি জানতে হবে। হাল্কা রং আর গাঢ় রঙের মাঝে যদি হঠাৎ শিমার লাগিয়ে ফেলেন, তা হলে খুব চোখে পড়বে। তাই মাঝে না লাগিয়ে হালকা রঙের আইশ্যাডোর উপর শিমার ব্যবহার করুন।
একাধিক রঙের ব্যবহার করা যেতে পারে। বা একই রং কোথাও বেশি, কোথাও কম ব্যবহার করে চোখের সুন্দর জায়গাগুলিকে আরও স্পষ্ট করে তুলতে পারেন। তবে রং আরও দীর্ঘস্থায়ী করতে নীচে ব্যবহার করা যেতে পারে পাউডার। বিশেষ করে, তৈলাক্ত ত্বকে এতে সুবিধা হবে।
স্মোকি সাইরেন আইজ় আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে পারে। এতে একটি গাঢ় রঙের শ্যাডো বেস তৈরি করে তার উপরে চোখের কোণ থেকে পাখির ডানার মতো কাজল টানুন। এতে চোখ আরও বেশি গভীর ও আকর্ষক দেখায়। নাটকীয় ভাব আনতে চোখের কোণে আইলাইনার ও শ্যাডো স্মাজ করলেই স্মোকি ভাব চলে আসবে।