নানা কারণে চুলে রং করতে পছন্দ করেন অনেকেই। কিন্তু বাজার থেকে কেনা চুলের রং নিয়ে সংশয় থাকে অনেকের মধ্যেই। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না তো? কিন্তু ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে যদি চুল রং করা যায়? তা হলে কোনও সমস্যা থাকার কথা নয়। অনেকেই চান চুলে হাইলাইট করতে। পার্লারে গিয়ে তা করার সাধ্য থাকে না অনেকেরই। আর নামী ব্র্যান্ডের রং না হলে তা চুলে দীর্ঘস্থায়ীও হবে না। তা ছাড়া ত্বক স্পর্শকাতর হলে, রাসায়নিক মেশানো রঙে ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই কেনা রং নয়, চুলে পছন্দমতো রং করাতে পারেন সব্জি দিয়েই।
তারকাদের মতো হালকা লাল বা খয়েরি রং করাতে চাইলে বিটের থেকে ভাল কিছু হতে পারে না। বিটের খ্যাতি তার রঙের জন্যই। বিটের এমনই ক্ষমতা যে রান্নায় এক টুকরো বিট দিলে পদটি বিটের রং নিয়ে নেয়। বেটানিন নামে এক রঞ্জকের কারণেই বিটের এমন রং হয়। প্রাকৃতিক ডাই বা ফুড কালার হিসেবে তাই ব্যবহার করা হয় বিট। হেয়ার কালার করাতেও ব্যবহার করা যেতে পারে বিট। আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন এ, কে এবং সি-তে সমৃদ্ধ বিটের পুষ্টিগুণ অনেক। বিটের রং ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে, চুল পড়াও বন্ধ হবে। 'ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি' জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিটে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে যা মাথার ত্বকের প্রদাহ কমায়। খুশকির সমস্যা দূর করে।
বিট দিয়ে চুলে রং করবেন কী ভাবে?
১) দু'টি বড় মাপের বিট নিয়ে ভাল করে ধুয়ে মিক্সিতে পিষে রস করে নিন
২) খুব সামান্য জল দিয়েই পিষতে হবে। থকথকে মিশ্রণ তৈরি হলে তা একটি পাত্রে রেখে দিন।
৩) এ বার বিটের মিশ্রণের সঙ্গে এক চামচের মতো ক্যারিয়ার অয়েল যেমন নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিন।
আরও পড়ুন:
৪) এ বার চুলে ভাল করে লাগিয়ে নিতে হবে বিটের মিশ্রণ। চুলের যে জায়গাগুলিতে লালচে রঙের ছোঁয়া চান, সেখানে বেশি করে মিশ্রণটি লাগাবেন।
৫) শাওয়ার ক্যাপ লাগিয়ে ঘণ্টা দুই থেকে তিন অপেক্ষা করতে হবে। মাথায় জল লাগানো চলবে না।
৬) ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। তবে সেদিনই শ্যাম্পু ব্যবহার করবেন না।
রং করার পরে চুলের যত্ন
বিট দিয়ে চুল রং করার অন্তত ২৪ ঘণ্টা পরে সালফেট ছাড়া শ্যাম্পু ব্যবহার করতে হবে। ভেষজ শ্যাম্পু ব্যবহার করলে ভাল হয়। চুলে রং যাতে দীর্ঘ দিন থাকে, সে জন্য হিট দিয়ে চুল শুকনো চলবে না। সপ্তাহে অন্তত এক দিন করে বিটের রং করতে হবে। এমন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে যাতে রাসায়নিকের মাত্রা কম আছে।