চুলের জট নিয়ে সমস্যার শেষ নেই। সকালের তাড়াহুড়োয় চুল আঁচড়ানোর সময়ে হিমশিম খেতে হয় প্রায় সকলকেই। আর চুল যদি লম্বা হয় বা কোঁকড়ানো হয়, তা হলে তো কথাই নেই। যখন তখন চুলে জট পড়ে যেতে পারে। জট ছাড়াতে গিয়ে গোড়া থেকে চুল ছিঁড়ে যায়। কোনও মতেই তাকে আয়ত্তে রাখা যায় না। অনেকেই শ্যাম্পু করার আগে মাথায় তেল মাখার পরামর্শ দেন। তাতেও যে খুব একটা কাজ হয়, তা নয়। জট পড়ার সমস্যা নিয়ে যদি রোজ ভোগেন, তা হলে জট ছাড়ানোর সহজ উপায়ও জেনে নিন।
চুলের জট থেকে মুক্তি পাবেন কী উপায়ে?
সঠিক শ্যাম্পু ব্যবহার করছেন তো?
বাজারে নানা ধরনের শ্যাম্পু পাওয়া যায়। চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু বেছে নিতে না পারলে চুলের ক্ষতি হবে। কোকঁড়ানো চুলের জন্য জেল কিংবা অয়েল বেস্ড শ্যাম্পু ভাল। তাতে চুলের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। যে দিন শ্যাম্পু করছেন না, সে দিন চুলে জল দেওয়ার প্রয়োজন নেই।
কন্ডিশনার ব্যবহার করুন
শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগাতেই হবে। এতে চুল মসৃণ ও নরম থাকবে, জট পড়ার সমস্যাও হবে না।
তেল মাখুন
নিয়মিত চুলে তেল মালিশ করার চেষ্টা করুন। মাথায় দেওয়ার আগে তেল হালরা গরম করে নেবেন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন স্নানের আগে পর্যন্ত।
মাথার ত্বকের যত্ন নিচ্ছেন?
দীর্ঘ দিন শ্যাম্পু না করলে মাথার ত্বক তেলতেলে হয়ে পড়ে। খুশকির বাড়বাড়ন্ত হতে পারে। সে ক্ষেত্রে সুরাহা মিলতে পারে অ্যান্টি-ড্যানড্রফ বা খুশকিনাশক শ্যাম্পু ব্যবহারে। কিন্তু এই ধরনের শ্যাম্পু আবার চুল শুষ্ক করে দেয়। তাই চুলের দৈর্ঘ্যে আবার হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
নিচ থেকে জট ছাড়াতে শুরু করুন
জট ছাড়ানোর নিয়ম হল চুলের নিচের দিক থেকে শুরু করা। আমাদের ধৈর্য্য হারিয়ে চুলের জট ছাড়াতে দু’দিক থেকে চুল দু’ভাগ করে টানি৷ এতে আর বেশি জট পড়ে যায় চুলে৷
সিরাম ব্যবহার করুন
শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ।