পাতের পাতার যে অংশটুকু জুতো দিয়ে ঢাকা নেই সেখানটাই বড়সড় কালচে ছোপ পড়ে যায়। মুখের কালচে দাগছোপ তোলার জন্য আমরা যত না কসরত করি, পায়ের কালচে দাগ তোলার জন্য ততটা করি না। কখনও মনে হলে সাঁলোতে গিয়ে পেডিকিয়োর করালেন। একগাদা রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করাটাও তো কাজের কথা নয়। তাতেও যে সব দাগ একবারে উঠে যাবে তা-ও নয়। ত্বক চিকিৎসকেরা বলেন, চড়া রোদ, বাইরের ধুলো ময়লা লেগে পায়ের পাতায় খুব তাড়াতাড়ি কালচে ছোপ পড়ে যায়। আবার পা পরিষ্কার না করার ফলে ময়লার একটি পুরু স্তর জমে যায়। পা ঢাকা জুতো যাঁরা পরেন না, তাঁদের পায়ের পাতায় চটজলদি ট্যান পড়ে যায়।
পায়ের পাতার কালচে দাগ তোলার উপায় কী?
টক দই
প্রতি দিন স্নান করার আগে হাত ও পা টক দই দিয়ে মালিশ করুন। পাঁচ থেকে সাত মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন। টানা এক মাস করলে ধীরে ধীরে কালচে ছোপ উঠে যাবে।
আরও পড়ুন:
হলুদ ও বেসন
যে কোনও কালচে দাগছোপ তুলতে হলুদ আর বেসনের জুড়ি মেলা ভার। একটি বাটিতে বেসন, হলুদ ও দই মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। তার পর পায়ের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এই স্ক্রাব মৃত কোষ, ময়লা তুলে দিয়ে পায়ের পাতাকে নরম, মসৃণ রাখবে।
পেঁপে ও মধুর স্ক্রাব
পায়ের কালচে ছোপ দূর করতেও পেঁপে ও মধুর স্ক্রাব খুবই উপকারী। পেঁপের কয়েকটি টুকরো নিয়ে পেস্ট করে নিন। এবার তাতে মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এই মিশ্রণ পায়ের পাতায় ভাল করে মেখে নিন। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন।
আলুর রস
মোটা মোটা টুকরো করে আলু কাটুন। পায়ের কালো ছোপ পড়া অংশে ১০ মিনিট ধরে ঘষুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।