গরমের সময়ে চুল নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই। একেই মাথায় ঘাম বসে যায়, চুলে গন্ধ হয়। তার উপরে অফিসের তাড়াহুড়োতে সকালে স্নানটি সেরে ভিজে চুলটা কোনও রকমে ক্লিপ দিয়ে আটকে বা খোঁপা করেই বেরিয়ে পড়েন অনেকে। তার পর সারাদিন সেভাবেই দলা পাকিয়ে ভেজা চুল শুকোয়। এতে আরও বেশি জট পড়ে চুলে। ঘাম জমে মাথায় ছত্রাকের সংক্রমণও হয়। এমন অভ্যাস যদি থাকে বা রোজ করে থাকেন তা হলে চুলের ক্ষতিই হচ্ছে। এতে চুল পড়ার সমস্যা বাড়বে, খুশকির সমস্যা দেখা দেবে। মাথার ত্বকে ব্রণ বা র্যাশও হতে পারে।
স্নানের পরে কী কী করলে গরমেও চুল ভাল থাকবে?
১) একটি পাত্রে পরিমাণ মতো হেয়ার ক্রিম নিন। তার সঙ্গে মেশান কয়েক ফোঁটা হেয়ার সিরাম। এক্ষেত্রে আপনি তেল, সিলিকন এবং ওয়াটার বেসড হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। তারপরে দুটো উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিয়ে চুলে ধীরে ধীরে মালিশ করুন। এতে চুলের গোড়া পুষ্টি পাবে।
২) দই যেমন কন্ডিশনার হিসেবে উপকারী, তেমনই চুলের ফলিকল শক্তিশালী করে চুল পড়া রুখতে পারে ডিম। রুক্ষ চুল নরম করার কাজে কার্যকর মধু। একটা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে দই ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
৩) ব্লো ড্রায়ারে বেশি চুল শুকোলে চুল রুক্ষ হয়ে যায়। এর থেকে রোদে বা পাখার তলায় চুল শুকোনোই ভাল। ব্লো ড্রায়ার ব্যবহার করলে ‘কুল মোড’ ব্যবহার করাই শ্রেয়। একটু না হয় সময় দিলেন, চুলও বাঁচবে, সৌন্দর্যও।
৪) মিক্সিতে একটি পাকা কলা দিন। তার সঙ্গে মেশান ১ চামচ মধু এবং ১ চামচ অলিভ অয়েল। ভাল করে মিশিয়ে নিয়ে তৈরি করে ফেলুন এই প্যাক। স্নানের আগে এই প্যাক মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
৫) ভিজে চুল আঁচড়ালে যেমন চুল পড়বে, তেমন আঙুলের সাহায্যে জট ছাড়াতে গেলেও চুলে টান পড়বে। বড় দাঁতের চিরুনি দিয়ে একেবারে ডগা অর্থাৎ নীচ থেকে একটু একটু করে চুল আঁচড়ান। এতেও জটও ছেড়ে যাবে তাড়াতাড়ি।