মুগ্ধ নয়ন, অপলক দৃষ্টি— সরস্বতী পুজোয় শাড়ি পরা, সাজগোজের আসল আনন্দ সেখানেই। সে জন্য চেষ্টার খামতিও ছিল না। মায়ের হেঁশেলের বেসন, দুধ, মধু ছিলই রূপচর্চার জন্য। পুজো এসেছে। ঘোরাঘুরিও হয়েছে। কিন্তু এ বার?
দিনভর রোদে ঘুরলে সানস্ক্রিনের পর্দা থাকা সত্ত্বেও মুখচোখ কালচে হয়ে যায় বইকি! ধুলো-ময়লা, রোদের তাপে মুখশ্রীর হতশ্রী অবস্থা হতে বেশি সময় লাগে না। শ্রী ফেরাতে আবার বেছে নেওয়া চলে ঘরোয়া উপকরণ। তবে এ বার লক্ষ্য অন্য। তুলতে হবে ট্যান।
১ চামচ কফিতেই হবে কাজ
শীতের দিন। রান্নাঘরে এক চামচ কফি নিশ্চই পাওয়া যাবে। আর লাগবে সামান্য টক দই, মধু, এক চা-চামচ অলিভ অয়েল বা নারকেল তেল। ১ চা-চামচ কফি, ১ টেবিল চামচ টক দই, কয়েক ফোঁটা মধু, শুষ্ক ত্বক হলে এক চা-চামচ তেল ভাল করে মিশিয়ে নিতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে পরিষ্কার মুখে। সারা দিন ঘোরার পরে প্রথমেই মেকআপ রিমুভার বা তেল দিয়ে মেকআপ তুলে নিতে হবে। তার পর স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করে মাখতে হবে মাস্ক। ১৫-২০ মিনিট রাখলেই যথেষ্ট। কালচে ভাব অনেকটাই পরিষ্কার হবে এক বারে। যদি পুরো পরিষ্কার না হয়, সপ্তাহে ১ থেকে ২ বাক মাস্ক ব্যবহার করা যাবে।
পাকা পেঁপেও দারুণ কাজ করবে
মুখের কালো ছোপ বা ট্যান তুলতে পাকা পেঁপেও কিন্তু ভীষণ কাজের। ২ টেবিল চামচ পাকা পেঁপের ক্বাথের সঙ্গে মিশিয়ে নিতে হবে ১ টেবিল চামচ মুলতানি মাটি। যদি মিশ্রণ শুকনো বলে মনে হয়, যোগ করা যেতে পারে গোলাপজল। ফেসওয়াশ এবং স্ক্রাবার ব্যবহারের পর এই মাস্কটি মেখে ১০-১৫ মিনিট রাখলেই ত্বক হয়ে উঠবে সুন্দর। ফিরবে জেল্লা।
আরও পড়ুন:
এক টুকরো টম্যাটোয় মুখে ফিরবে শ্রী
ভিটামিনে ভরপুর টম্যাটো যেমন স্বাস্থ্যের জন্য ভাল, তেমনই কার্যকর ট্যান তোলার জন্যও। এক টুকরো টম্যাটো বেটে ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাতে কয়েক ফোঁটা মধু যোগ করলেই মাস্ক তৈরি। এ বার পরিষ্কার মুখে মাস্ক লাগিয়ে মিনিট ১৫ ধরে শুকোনোর অপেক্ষা করতে হবে। তার পর জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেললেই ঝলমলিয়ে উঠবে ত্বক।