নিয়ম করে প্রতি মাসে ম্যানিকিয়োর করা হয় না। তাই নখের হলদেটে ছোপ লুকোতে বেশির ভাগ সময়েই নেলপলিশ পরে থাকেন। তাতে সাময়িক ভাবে সমস্যার সমাধান হলেও আখেরে লাভ কিন্তু হয় না। উল্টে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে নখের ছোপ আরও গাঢ় হয়ে উঠতে পারে। কিন্তু রূপটান শিল্পীরা বলছেন, নিয়মিত যদি সালোঁয় যাওয়ার উপায় না থাকে, তা হলে ঘরোয়া টোটকা হিসাবে কমলালেবুর খোসা ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন:
কমলালেবুর খোসায় কী এমন আছে?
রূপটান শিল্পীরা বলছেন, কমলালেবুর খোসায় সাইট্রিক অ্যাসিড রয়েছে। নখ থেকে হলদে দাগ তোলার জন্য এই উপাদানটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়াও রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদানগুলি নখের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে।
নখের হলদেটে ছোপ তুলতে কী ভাবে ব্যবহার করবেন কমলালেবুর খোসা?
· প্রথমে কমলালেবুর খোসাগুলি রোদে শুকিয়ে নিন।
· শুকিয়ে গেলে মিক্সিতে তা গুঁড়ো করে রাখুন।
· এ বার একটি কাচের শিশিতে কমলালেবুর খোসা এবং গোলাপজল মিশিয়ে নিন।
আরও পড়ুন:
· খেয়াল রাখতে হবে, মিশ্রণটি যেন খুব ঘন বা খুব পাতলা হয়ে না যায়।
· এ বার এই মিশ্রণ রেখে দিন ঘণ্টাখানেক।
· পরিষ্কার একটি ব্রাশ ওই মিশ্রণে ডুবিয়ে হলেদেটে ছোপ ধরা নখের উপর বুলিয়ে নিন।
· মিনিট দশেক অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ওই ব্রাশ দিয়ে হালকা করে নখ ঘষে নিন।
· তার পর ঈষদুষ্ণ জল দিয়ে নখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার এই পদ্ধতিতে নখের যত্ন নিতে পারলে হলদেটে ছোপ উধাও হবে।