সৈকতে বিকিনি পরে ঘোরার আলাদাই আবেদন। ইনস্টাগ্রাম কেন্দ্রিক দেখনদারির দুনিয়ায় এখন প্রায় সকলেই বিকিনি পরছেনও। দরকার হলে সৈকতে ঘুরতে যাওয়ার টিকিট কাটার পর থেকে শুরু করে দিচ্ছেন ডায়েট এমনকি শরীরচর্চাও। বিকিনি পরার মতো চেহারা বানাতে উঠে পড়ে লাগছেন মহিলারা। কিন্তু এত কিছু করেও যদি শরীরে কিছু বাড়তি মেদ থাকে, যদি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী না হন, তা হলে কি সৈকত ভ্রমণ বাতিল করবেন?
মোটেই না। সৈকতে শুধু বিকিনি পরেই আবেদনময়ী হওয়া যায় তাই বা কে বলছে। চাইলে সৈকতে একটি শিফন শাড়ি পরেও আবেদনময়ী হওয়া যায়। সমুদ্রের শাড়ি পরার ঝুঁকি আছে বলে যদি মনে হয়, তবে রয়েছে আরও অজস্র বিকল্প পোশাক।
বিকিনি পরার চেহারা নেই বলে প্রেমিকা যদি সৈকতের বদলে পাহাড়ে যাওয়ার বায়না ধরেন, তবে তাঁকে বলিউডের তারকাদের থেকে অনুপ্রেরণা নিতে বলতে পারেন। নায়িকারা কিন্তু সৈকতে গেলেই বিকিনি পরেন এমন নয়। বরং ইদানীং তাঁরা যে সমস্ত পোশাক পরে সৈকতে ধরা দিচ্ছেন, তাতে তাঁদের আবেদন বাড়ছে তো বটেই, তৈরি হচ্ছে নতুন ফ্যাশন স্টেটমেন্টও।
করিনা কপূর

ছবি: সংগৃহীত।
সুযোগ পেলেই সৈকতে চলে যান বলিউডের ‘বেবো’। মা হওয়ার পরে তাঁর চেহারা ঈষৎ ভারী হয়েছে। তবে কেতাদুরস্ততায় তাঁকে টক্কর দেওয়া মুশকিল। বিকিনি না পরেও কী ভাবে নজর কাড়া যায়, তা এই ছবিতে বুঝিয়ে দিয়েছেন করিনা কপূর। একটি আঁটোসাঁটো স্লিভলেস টিশার্টের সঙ্গে তিনি পরেছেন সাদা রঙের ঢলঢলে লিনেন ট্রাউজ়ার। চোখে সানগ্লাস আর কাঁধে বড় ঝোলা নিয়ে বেবো যেকোনও বিকিনি পরা সুন্দরীকে টক্কর দিতে প্রস্তুত।
শিল্পা শেট্টি

ছবি: সংগৃহীত।
তাঁর বিকিনি না পরার কোনও কারণ নেই। সন্তানের মা। বয়সও ৪০ পেরিয়েছে বহু দিন। তবু বালুঘড়ির মতো চেহারাখানা ধরে রেখেছেন শিল্পা। তা সত্ত্বেও সৈকতে তিনি বিকিনি পরেননি। পরেছেন একটি লম্বা হাতা এবং লম্বা ঝুলের শিবোরি প্রিন্টের ম্যাক্সি ড্রেস। শিল্পার ওই পোশাক শুধু তন্বীদের নয় যেকোনও ধরনের চেহারাতেই মানাবে।
সোনাক্ষী সিংহ

ছবি: সংগৃহীত।
তিনি বলিউডের সমকালীন অভিনেত্রীদের মতো হিলহিলে চেহারা বানানোর দিকে মন দেননি। অভিনয়টিই মন দিয়ে করেন শত্রুঘ্ন সিংহের কন্যা সোনাক্ষী। গড়পরতা বাঙালি মেয়েদের মতো চেহারা খানা। সৈকতে কিন্তু তিনি বিকিনি টপই পরেছেন। তবে সঙ্গে পরেছেন হাই ওয়েস্ট শর্ট প্যান্ট। উপরে জড়িয়ে নিয়েছেন স্বচ্ছ শ্রাগ। তাতে ঝিকমিকে নকশা। যাঁরা ঈষৎ পৃথুলা এই পোশাকে তাঁদেরও ভাল লাগবে।
আলিয়া ভট্ট

ছবি: সংগৃহীত।
আলিয়া ভট্টের ফ্যাশন অভিরূচির প্রশংসা করেন ফ্যাশন বোদ্ধারা। তাঁরও চেহারা বিকিনি পরার উপযুক্ত। অথচ সৈকতে তিনি পরেছেন উজ্জ্বল রঙের উপর জংলা ছাপ বা স্ট্রাইপ দেওয়া ন্যুডল স্ট্র্যাপ ম্যাক্সি ড্রেস। চেহারা ভারী হলে জামার ঘেরে আড়াআড়ি বা লম্বাটে ধরনের নকশা পরলে আরও ভাল লাগবে। সঙ্গে আলিয়ার মতোই খোলা চুলে কানে গুঁজে নিন ফুল।
প্রিয়ঙ্কা চোপড়া

ছবি: সংগৃহীত।
পরিশ্রম করে ৪০ বছর বয়সে আবার বিকিনি পরার মতো চেহারা বানিয়ে ফেলেছেন। মাঝে অবশ্য সামান্য ওজন বেড়েছিল তাঁর। ছবিটি সেই সময়ে তোলা। প্রিয়ঙ্কা পরেছেন একটু অন্য ধরনের বিকিনি টপ। সঙ্গে হাই ওয়েস্ট এবং বড় ঘের দেওয়া গোড়ালি ছোঁয়া স্কার্ট। দেখে কেউ বলবে তাঁর ওজন বেড়েছে! নিক জোনাসের অমন চেহারার পাশেও তিনিই আকর্ষণ বিন্দু। বিকিনির পরার মতো নির্মেদ পেট না-ই বা থাকল। উপরে বিকিনি টপের সঙ্গে একই ভাবে আপনিও কোমরের অনেকটা উপরে বড় ঘের দেওয়া স্কার্ট বা বেশি ঘের দেওয়া পালাজ়ো প্যান্ট পরতে পারেন। খোলা চুলে সানগ্লাস পরে সৈকতে এসে দাঁড়ালে কারও সাধ্যি নেই আপনাকে দেখে চোখ ফেরানোর।
জাহ্নবী কপূর

ছবি: সংগৃহীত।
বিকিনিতে তিনি কতটা আবেদনময়ী, তা এই প্রতিবেদনের সবার উপরের ছবিটি দেখলেই বোঝা যাবে। কিন্তু এখানে তিনি সেই চেহারা দেখাননি। সাঁতারের পোশাকের উপর পরেছেন ঢলঢলে এবং অতিরিক্ত লম্বা ওভারসাইজ়ড শার্ট। গাঢ় রঙের সাঁতার পোশাকের উপর একটি কেতাদুরস্ত শার্ট পরে সৈকতে নামলে আপনাকে জাহ্নবীর থেকে কিছু কম আবেদনময়ী লাগবে না। অস্বস্তি থাকলে সাঁতার পোশাকের উপরে পরে নিতে পারেন সুন্দর একটি শর্টস।
মালাইকা আরোরা

ছবি: সংগৃহীত।
গ্রিসে বেড়াতে গিয়ে সেখানকার সৈকতে এমন একটি লাল টুকটুকে কাফতান পরেছিলেন মালাইকা। পা ছোঁয়া সেই কাফতানের সঙ্গে চুড়ো করে বাঁধা চুল। সঙ্গে হাতে কয়েক গাছা একই রঙের বালা পরেছিলেন তিনি। কাফতান এমন একটি পোশাক, যা যেকোনও চেহারায় মানিয়ে যায়। আবার কাফতান কেতাদুরস্তও হতে পারে।