কাঞ্জিভরম হোক কিংবা মুর্শিদাবাদী, মাহেশ্বরী হোক কিংবা বেঙ্গালুরু— সিল্কের শাড়ির প্রতি মহিলাদের আলাদাই অনুভূতি থাকে। নানা ধরনের শাড়ির পাশাপাশি কয়েকটি সিল্ক অনেকেরই আলমারিতে আলো করে থাকে। পার্টি হোক কিংবা বাড়ির বিয়ে আলমারি খুলে প্রথমে সিল্কের দিকেই হাত চলে যায়। তবে শুধু পরলেই তো চলবে না, শখ করে কেনা সিল্কের শাড়িটির যত্নও তো নিতে হবে। সঠিক যত্নেই দীর্ঘ দিন ভাল থাকবে সিল্ক। কেমন হবে সিল্কের শাড়ির যত্ন?
ঠিক কী ভাবে সিল্কের শাড়ি রাখলে বছরের পর বছর ভাল থাকবে, হদিশ দিলেন ডলি জৈন। দেশের প্রথম সারির অভিনেত্রীদের শাড়ি পরানোর জন্য সবার আগে ডাক পড়ে তাঁর। বিয়ে হোক কিংবা কান-এর মতো বড় কোনও চলচ্চিত্র উৎসব, শাড়ি পরতে হলেই দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, সকলেরই প্রথম পছন্দ ডলি। মাত্র সাড়ে ১৮ সেকন্ডে শাড়ি পরাতে পারেন ডলি। ভারতের সব প্রদেশের শাড়ি পরানোর কায়দা জানেন। সঙ্গে জানা আছে ফিউশন সাজের কায়দাও। দেশের নামী পোশাক-শিল্পীরাও ডলির শরণাপন্ন হন।
ডলির মতে, বেনারসি, কাঞ্জিভরমের মতো যে শাড়িগুলিতে অতিরিক্ত জরির কখনওই ভাঁজ করে রাখবেন না। এই সব দামি সিল্কের শাড়ির বুনন এমন হয় যে, ভাঁজ করলে সেই দাগ স্থায়ী ভাবে থেকে যায়। সেই দাগ দূর করতে হলে অনেক বেশি তাপ ব্যবহার করতে হয়।
তা হলে কী ভাবে রাখবেন শাড়িগুলি?
ডলির মতে, সিল্কের দামি শাড়িগুলি ভাঁজ করে নয়, রোল করে গুটিয়ে আলমারিতে রাখা উচিত। ডলি বলেন, ‘‘শাড়িগুলি রোল করে মসলিনের কাপড়ে জড়িয়ে আলমারিতে ভরে রাখুন। সিল্কের শাড়িগুলিতে অতিরিক্ত তাপ প্রয়োগ করলে কিন্তু সেগুলির ক্ষতি হয়। তাই বার বার সেগুলি ইস্ত্রি না করাই ভাল।’’