দেবীপক্ষের সূচনালগ্নে গঙ্গাবক্ষে শোরগোল। নৌকাবিহারে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা। তায় আবার রংমিলন্তি পোশাক। নায়িকা সেজেছেন গাঢ় নীল শাড়িতে। পাড়ে সাদা সুতোর কাজ। নায়কের পরনে নীল জ্যাকেট আর সাদা ধুতি। এক পাশে রবীন্দ্র সেতু তথা হাওড়া ব্রিজ, অন্য পাশে বিদ্যাসাগর সেতু। মাঝে জল, হাওয়া এবং দু’টি মানুষ।