Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Holi 2024

ত্বকের জেল্লা বজায় রাখতে দোলে রং খেলার আগে এবং পরে কী কী মাখবেন?

প্রতি বারই রং খেলার পর ত্বক কেমন জৌলুসহীন হয়ে পড়ে। ঘষে ঘষে রং তুলতে গিয়ে ত্বকের ক্ষতিও হয়। মুখ লাল হয়ে জ্বালা করতে থাকে।

Image of playing holi

রং মেখে ত্বক জেল্লা হারালে কী করবেন? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১১:২৩
Share: Save:

‘খেলব হোলি রং দেব না’, তা একেবারেই হবে না! রং শুকনো হোক বা তরল, ভেষজ হোক বা রাসায়নিক দেওয়া— দোলের দিন বন্ধু, প্রিয়জনের আবদারে একটু হলেও মাখতে হবে। তবে, সমস্যা হল স্পর্শকাতর ত্বক। এমনিতে মেকআপ, প্রসাধনী নিয়ে সব সময়ই সতর্ক থাকেন। কিন্তু, রঙের ক্ষেত্রে তো এত নিয়ম মানা যায় না। তা ছাড়া প্রতি বারই রং খেলার পর ত্বক কেমন জৌলুসহীন হয়ে পড়ে। ঘষে ঘষে রং তুলতে গিয়ে ত্বকের ক্ষতিও হয়। মুখ লাল হয়ে জ্বালা করতে থাকে। যাঁদের ত্বক ভীষণ স্পর্শকাতর, তাঁদের তো আরও সমস্যা। তাই দোলের আনন্দে মেতে ওঠার আগে এবং পরে কিছু বিষয় মেনে চলা জরুরি।

রং খেলতে যাওয়ার আগে কী করবেন?

১) প্রথমেই মুখ থেকে ধুলো-ময়লার পরত সরিয়ে ফেলতে হবে। তাই ভাল মানের কোনও ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। বিকল্প হিসেবে নারকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

২) রং সাধারণত ঘরের বাইরেই খেলা হয়। রোদ থেকে বাঁচতে অবশ্যই সানস্ক্রিন মাখা প্রয়োজন। সে ক্ষেত্রে নিজের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়া প্রয়োজন। বাইরে বেরোনোর অন্তত আধ ঘণ্টা আগে সানস্ক্রিন মেখে নিন।

৩) রং মাখলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। তাই পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অবশ্যই ভিটামিন ই দেওয়া ভাল ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে হবে।

রং খেলার পরে ত্বকের যত্ন নেবেন কী ভাবে?

১) ত্বকে রং শুকিয়ে যাওয়ার পর সেই দাগ তোলা খুব কঠিন। খুব জোরে ঘষাঘষি করলে ত্বকের ক্ষতিও হতে পারে। তাই রং খেলে আসার পর প্রথমেই শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রাথমিক ভাবে রঙের পরত উঠে যাবে।

২) এ বার মুখে কিছু ক্ষণ নারকেল তেল বা অলিভ অয়েল মেখে রাখুন। পরিষ্কার সুতির কাপড়, তুলো বা ওয়েট ওয়াইপ্‌স দিয়ে হালকা হাতে সেই তেল মুছে ফেলুন। রঙের দাগ অনেকটাই ম্লান হয়ে আসবে।

৩) তবে, যাঁদের মুখে ওপেন পোর্‌স বা উন্মুক্ত রন্ধ্র রয়েছে, তাঁরা রং খেলতে যাওয়ার আগে কাঁচা হলুদ বাটা, মুলতানি মাটি, কফি এবং মধু দিয়ে একটি প্যাক বানিয়ে রেখে দিতে পারেন। মুখে সেই প্যাক মেখে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিলেই রং একেবারে সাফ হয়ে যাবে।

৪) যে হেতু প্যাকের মধ্যে মুলতানি মাটি রয়েছে, তাই তা ধুয়ে ফেলার পর চামড়ায় টান ধরতে পারে। তাই প্যাক ধুয়ে ফেলার পর, মনে করে অ্যালো ভেরা জেল মেখে নেবেন। চাইলে ভিটামিন সি-যুক্ত টোনার এবং জেলও মাখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Skincare Holi Dry Skin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE