অহান পাণ্ডের প্রেমে মজেছে নতুন প্রজন্ম। ‘সইয়ারা’র প্রেমিক কৃষ কপূরের বাস্তব সত্তা নিয়ে প্রবল আগ্রহ চারদিকে। সারা দিনে কী খান অহান, কেমন ভাবে হাসেন, কী পোশাক পরেন, কী করতে ভালবাসেন, সব রকমের তথ্য খতিয়ে দেখছেন তরুণ-তরুণীরা। তার উপরে অহানের চরিত্রের কেশসজ্জা জনপ্রিয় হয়েছে ‘সইয়ারা’ ছবিটি সুপারহিট হওয়ার পর। ঝাঁকড়া অথচ কোমল। বিন্যস্ত নয়, অথচ অনাদরও নেই। অহানের অগোছালো চুলের সৌন্দর্যে মুগ্ধ অনুরাগীরা। নিশ্চয়ই সেই চুল রক্ষা করতে কসরত করতে হয় ২৭ বছরের অভিনেতাকে।
ইতিমধ্যে অহানের কেশচর্চার রহস্যভেদও করে ফেলেছেন অনুরাগীরা। আসলে বলিউডের নতুন এই তারকা আগে থেকেই দর্শকদের পরিচিত। সৌজন্যে অহানের দিদি অলন্যা পাণ্ডের ইউটিউব চ্যানেল। সেখানে অনেক আগেই নিজের কেশচর্চা নিয়ে কথা বলেছিলেন অহান। ভিডিয়োয় দেখা গিয়েছিল, অলন্যা ভাইকে জিজ্ঞাসা করছেন, ‘‘অনেকেই বলেনস তোমার এমন রেশমের মতো চুলের পিছনের রহস্য কী? উত্তর দিয়ে দাও।’’ লাজুক অহান জানান, তিনি শ্যাম্পু খুব বেশি ব্যবহার করেন না। তার পর বাজারের অন্যতম জনপ্রিয় এবং সাধারণ শ্যাম্পুর নাম বলেন। মাঝে মধ্যে কন্ডিশনার ব্যবহার করেন। মাসে এক বার দু’বার। তা ছাড়া ২-৩ সপ্তাহ অন্তর তাঁর মা ডিয়েন পাণ্ডে চুলে তেল মাখিয়ে দেন। ‘সইয়ারা’ নায়কের কেশচর্চার রুটিন শুনে স্তম্ভিত অনুরাগীরা। এত বাহুল্যবর্জিত হতে পারে? অবিশ্বাস্য!
অহানের কথায় সিলমোহর দিলেন অলন্যা। তিনি বলছেন, ‘‘ঠিকই বলছে। যা শ্যাম্পু পাবে, অহান মেখে নেবে। আমি দেখেছি ওর বাথরুমে, কোনও শ্যাম্পুই থাকে না। জানি না এমন চুল ওর কী করে!’’ কেবল অনুরাগীরা নন, অবাক হন তাঁর দিদিও। এই উত্তর তো এখনও অধরা। অনেকেই জিনগত কারণে সুন্দর, রেশমের মতো চুলের অধিকারী। তার জন্য বিশেষ যত্নের প্রয়োজন পড়ে না।