নিজে সব সময় হাসিখুশি, চনমনে থাকতে ভালবাসেন শেহনাজ গিল। তাঁর প্রতিটি কর্মকাণ্ড অন্তত সে কথাই বলে। ‘বিগ বস্’-এর পর গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন পঞ্জাবের এই মডেল, অভিনেত্রী, গায়িকা।
‘বিগ বস্’-এর ঘরে নিজের মজাদার ভাবমূর্তি দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শককে। বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শেহনাজকে বেশ অনেক দিন ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে জীবন তো বহমান। তাই শেহনাজও শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। আগের মতো ইনস্টাগ্রাম, ফেসবুকে আবার সক্রিয় হচ্ছেন। নিজের আনন্দ, নতুন কাজ ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।