দীর্ঘ সময় নিয়ে মেকআপ তো করলেন, দিনের শেষে সে সব তুলে ফেলাও জরুরি। রূপচর্চা শিল্পীরা বার বার বলছেন, এতে যেন কোনও ভুল না হয়। তা হলেই, ত্বকের বারোটা বাজবে। মেকআপ সঠিক পদ্ধতিতে না তুললে, নানা রকম চর্মরোগ হওয়ার ঝুঁকি বাড়বে। মেকআপ দীর্ঘ সময়ে ত্বকে লেগে থাকলে, এর থেকে কনট্যাক্ট ডার্মাটাইটিস হওয়ার ঝুঁকি বাড়বে। ফলে ত্বকে ব্রণ-ফুস্কুড়ি, র্যাশ বেরোবে।
মেকআপ তোলার সহজ পদ্ধতি
মেকআপ তোলার ভাল উপায় হল, ‘মাইসেলার ওয়াটার’ বা নারকেল তেল বা কিংবা মেকআপ রিমুভার। কিন্তু, শুধুমাত্র এক ধাপেই মুখের ময়লা পরিষ্কার করা যায় না। মুখ থেকে মেকআপ এবং একই সঙ্গে তেল-ময়লা তুলে ফেলার ভাল উপায় ‘ডবল ক্লিনজিং’। প্রথমে তেল দিয়ে মুখের যাবতীয় ধুলো-ময়লা বা মেকআপের পরত তুলে ফেলতে হয়। তার পর মাইল্ড কোনও ফেসওয়াশ বা ক্লিনজ়ার দিয়ে মুখের অতিরিক্ত তেল তুলে ফেলতে হয়। ফলে ত্বক একেবারে শুষ্ক হয়ে যায় না।
আরও পড়ুন:
মেকআপ তোলার জন্য বাজারচলতি ‘মেকআপ রিমুভার’ ফুরিয়ে গেলেও ময়শ্চারাইজ়ার দিয়ে সহজেই প্রসাধনী তুলে ফেলা যায়। মুখে অনেকটা পরিমাণ ময়শ্চারাইজ়ার লাগিয়ে হালকা মাসাজ করে তুলো দিয়ে টানলেই সমস্ত ময়লা, মেকআপ উঠে আসবে।
মেকআপ তোলার জন্য স্ক্রাবার বানিয়ে নিন। ২ চা চামচ বেসন ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। যোগ করুন কয়েক ফোঁটা মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মিনিট দুই মাসাজ় করে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।
ত্বকের সুরক্ষায় গোলাপ জলের গুণের কথা আর নতুন করে বলার কিছু নেই। মেক আপ তুলতে রোজ ওয়াটার ব্যবহার করা হলে সহজে ব্ল্যাকহেডস উঠে আসবে, ত্বক টোনিংও করবে গোলাপ জল।
মেক আপ তুলতে দারুণ কাজ করে দুধ। খুব ভাল ফল পেতে আধ কাপ দুধের সঙ্গে এক চামচ আমন্ড তেল মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। এই মাস্ক দিয়ে মেক আপ তুলুন।