বর্ষায় ত্বক যেন বিবর্ণ হয়ে পড়ে। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বে়ড়ে যায়। তার প্রভাব পড়ে ত্বকেও। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, এই সময়ে তাঁদের বেশি ব্রণ হয়। মেট্রো, অফিস ছাড়াও অনেকের বাড়িতেও বাতানুকূল যন্ত্রের ব্যবস্থা আছে। দীর্ঘ ক্ষণ সেই যন্ত্রের ঠান্ডা হাওয়ায় থাকার ফলে তার প্রভাব পড়ে ত্বকে। র্যাশ, ব্রণ দেখা যায়। সেগুলি ঠেকাতে বিভিন্ন প্রসাধনীও ব্যবহার করে থাকেন অনেকে। তাতে তফাত যে খুব বেশি বোঝা যায়, তা নয়। ফারাক বুঝতে গেলেও হয়তো দীর্ঘ দিন ধরে ব্যবহার করে যেতে হয়। এই দীর্ঘমেয়াদি পর্বে অধৈর্য হয়ে পড়াই স্বাভাবিক। চটজলদি কোনও সুফল পেতে তাই ভরসা রাখা যেতে পারে ঘরোয়া কিছু টোটকার উপর।
সকালে উঠে ভেজানো কাঠবাদাম খান অনেকেই। শরীরের যত্ন নিতে এই বাদামের জুড়ি মেলা ভার। শুধু শরীর নয়, ত্বকের পরিচর্যাতেও সমান উপকারী কাঠবাদাম। ত্বকের যত্ন নেওয়ার আগে জেনে নেওয়া জরুরি কী ভাবে তা বানাবেন।