বয়স ১৬ হোক কিংবা ৬০, দুর্গাপুজোর ক’দিন শাড়ি পরার শখ কমবেশি সব মহিলারই হয়। শাড়ির আবেদন এক এক মেয়ের কাছে এক এক রকম। কেউ পুজোতে সাবেকি কায়দার শাড়ি পরতে চান, কেউ আবার শাড়ি পরেই পুজোর ভিড়ে উষ্ণতা ছড়াতে চান। তবে কেবল শাড়ি পরলেই তো হল না, শাড়ির সঙ্গে চাই কায়দার ব্লাউজ়ও। শাড়ির রং মিলিয়ে ব্লাউজ় পরার চল পুরনো হয়েছে, এখন কনট্রাস্ট ব্লাউজ়ের যুগ। পুজো আসতে আর খুব বেশি দিন বাকি নেই, তাই দর্জির কাছে কায়দায় ব্লাউজ় বানানোর আর্জি নিয়ে গেলেও কোনও লাভ হচ্ছে না। অফিস, সংসার সামলিয়ে অনেকে এখনও ঠিক করে উঠতে পারেননি, সপ্তমীর সকালে, অষ্টমীর অঞ্জলিতে, নবমীর রাতে অথবা দশমীর বরণে ঠিক কোন ধরনের ব্লাউজ় পরবেন। শেষ মুহূর্তে ব্লাউজ় বাছাই করার আগে জেনে নিন কোন কায়দার ব্লাউজ় এ বছর ফ্যাশনে ‘ইন’। আনন্দবাজার ডট কমে পুজোর জন্য শেষ মুহূর্তের ‘সাজেশন’ সাজিয়ে দিলেন খ্যাতনামী সব বুটিকের পোশাকশিল্পীরা।
জর্জেট বেনারসি হোক বা গাছি তসর, সঙ্গে একটা জমকালো ব্লাউজ় পরে নিলে শাড়ির সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। বেগনি রং এ বছর বেশ ট্রেন্ডিং। গোলাপি, সোনালি, আকাশি— যে কোনও রঙের শাড়ির সঙ্গে হাতে বোনা জারদৌসি কারুকাজের এমন বেগনি ব্লাউজ় কিন্তু দারুণ মানাবে। ব্লাউজ়টিকে আরও বেশি নজরকাড়া করছে ক্রিসক্রস ব্যাক ডিজ়াইন। শাড়ি জমকালো না হলেও সঙ্গে এমন একটি ব্লাউজ় পরে নিলেই হয়ে উঠবেন একেবারে ‘পুজো রেডি’। শহরের বিভিন্ন পোশাকশিল্পীর সম্ভারে এ বছর সিল্ক কাপড়ের উপর এমন সূক্ষ কারুকাজের নকশা বেশ চোখ পড়বে। ছবিতে দেখা যাচ্ছে ‘এথনিক বুটিক’-এর একটি ব্লাউজ়।