ফের নতুন অবতারে দেখা গেল উরফি জাভেদকে, ফোন দিয়ে তৈরি অন্তর্বাস পরলেন তিনি। ফাইল চিত্র
উরফি ভিডিয়ো প্রকাশ করবেন আর বিতর্ক শুরু হবে না, তা কি হয়? বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী তাঁকে বলা যায় না। তবু উরফি মানেই বিতর্ক। কারণ তাঁর ব্যতিক্রমী সব পোশাক। উরফি জাভেদকে কেন্দ্র করে নেটমাধ্যমে যে ঝড় ওঠে, তা অনেকের কাছেই ঈর্ষণীয়। এর আগে কখনও সেফটি পিন দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ফোটো দিয়ে তৈরি জামা পরে নজর কেড়েছিলেন তিনি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। ফোন দিয়ে তৈরি অন্তর্বাস পরলেন তিনি।
পোশাকপরিচ্ছদ সব সময়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে তাঁর। এ বার নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিয়োতে উরফি যে জিনিসটি পরেছেন, তাকে আদৌ পোশাক বলা যায় কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। সদ্য প্রকাশিত ভিডিয়োটির শুরুতে ঊর্ধ্বাঙ্গে দু’টি মোবাইল ছাড়া আর কিছুই পরে নেই তিনি। কিছু ক্ষণ পর নীল রঙের একটি জ্যাকেট পরে নেন। তবে তাতেও ঢাকা পড়েনি মোবাইলের অন্তর্বাস। ইনস্টাগ্রামে উরফি লিখেছেন, ‘ফুললি চার্জড’। বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায়, পুরো চার্জ দেওয়া রয়েছে।
উরফির সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তুফান উঠেছে। ইনস্টাগ্রামে প্রায় আটত্রিশ লক্ষ অনুরাগী রয়েছেন উরফির। ইতিমধ্যেই ভিডিয়ো দেখে নতুন অবতার পছন্দ করেছেন সাতষট্টি হাজারের বেশি নেটাগরিক। মন্তব্য করার জায়গায় অবশ্য বাহবা যেমন দিয়েছেন অনেকে, তেমনই ছুটে এসেছে কটাক্ষ। কেউ বলেছেন, এ ভাবে সমাজমাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছেন তিনি। কেউ আবার বলছেন, শুধু প্রচারে থাকতেই নিজের শরীরকে ব্যবহার করছেন। রইল সেই ভিডিয়ো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy