পাত্র ঠিক হল, তারিখও ঠিক হল। আর সাজ? সে ভাবনাচিন্তা ‘বিয়ের বয়স’ হওয়ার আগে থেকেই স্থির হয়ে রয়েছে। কেবল সময়ে সময়ে পাল্টে যেতে থাকে। কখনও টলিউড-বলিউডের নায়িকা অনুপ্রেরণা হয়ে ওঠেন, কখনও বা সমাজমাধ্যমের নববধূ। তারই সঙ্গে সকল কনের মাঝে একটু আলাদা সাজার শখও থাকে। আইবুড়োভাত, গায়েহলুদ, বিয়ে, বৌভাত— বিয়ে মানেই অনুষ্ঠানের ভিড়। কোন দিন কী সাজবেন, সে পরিকল্পনা শুরু করে ফেলুন। আনন্দবাজার ডট কম-এর জন্য বিশেষ তিন দিনের সাজে সাজলেন অভিনেত্রী দর্শনা বণিক।
আইবুড়োভাত থেকে বিয়ে ও বৌভাত, সব অনুষ্ঠানেই অন্য রকম ভাবে সাজতে চান নতুন যুগের কনেরা। যেখানে সাবেকি ছোঁয়াও থাকবে, আবার নতুন নতুন সাজসজ্জার ছাপও থাকবে। বিয়ে মানেই সোনার গয়না ও শাড়ি। কিন্তু সে সাজেই নতুনত্ব আনার চেষ্টা করতে পারেন। সোনার বদলে যদি রুপোয় সাজেন কনে? রুপোর উপর সোনার জল করা গয়না এক দিকে যেমন সাশ্রয়ী, তেমনই সম্পদ হিসাবেও রেখে দেওয়া যায়। তায় আবার কেতাদুরস্তও বটে।