রঙিন কিছু দেখলেই ঝিলিক দেয় চোখে। ছোট ছোট হাত বাড়িয়ে এগিয়ে যায় সেই রং ছোঁয়ার জন্য। রং পেনসিল পেলে তাই দিয়ে হিজিবিজি কেটে ভরিয়ে দেয় খাতা, বিছানার চাদর, ঘরের দেওয়াল। সেই হাতে যদি মুঠো ভরে রং দেওয়া হয়, তবে তো তাদের আনন্দে আত্মহারা হওয়ার সময়। কচিকাঁচাদের দোল তাই সবচেয়ে বেশি রঙিন। চোখ ফেরাতেই দেখবেন, রঙিন হাত আর পায়ের ছাপে ভরে গিয়েছে ঘরদোর। এমন রং খেলায় বাড়ির ছোটদের যে পোশাকই পরানো হোক, তার রং কয়েক মিনিটে বদলে যাবে নিশ্চিত। কিন্তু দোলে বাড়ির বড়রা যখন সাজগোজ করে রং খেলবেন, তখন কি ছোটরা সাজবে না?
তা ছাড়া দোল উপলক্ষে বিভিন্ন ওয়েবসাইটে যে সমস্ত ছোট ছোট রঙিন জামা কাপ়ড় দেখতে পাওয়া যায়, সেই সব পোশাক ছেলেমেয়ের জন্য কেনার লোভ সামলানোও তো মুশকিল। সন্তানদের কেমন সাজাতে পারেন এই দোলে?
১। প্রথম দোল

ছবি: সংগৃহীত।
অর্থাৎ রং খেলার উপায় নেই। বয়স ১১ দিন থেকে ১১ মাস হতে পারে। স্পর্শকাতর ত্বকে রং ছোঁয়ানো নিয়ে ভয় থাকতেই পারে বাবা-মায়ের। কিন্তু দোলের পোশাক পরাতে তো আপত্তি নেই! এমন কচিকাঁচাদের জন্য নরম তোয়ালের পোশাক পাওয়া যায়। সেই পোশাকে রঙিন অক্ষরে লেখা থাকে ‘মাই ফার্স্ট হোলি’। ইচ্ছে করলে অবশ্য লেখা বদলে নেওয়াও যায়। কিছু কিছু অনলাইন ওয়েবসাইটে নাম লেখারও সুযোগ থাকে। অ্যামাজ়নেও ছোটদের এমন পোশাক পাওয়া যায়। দাম ২৪৯ টাকা থেকে শুরু। চাইলে এক দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে।
২। কাফতান-কুর্তা

ছবি: টুরা টুরি।
সাদার উপরেই রং খোলে বেশি। ছোটদের পোশাকের ব্র্যান্ড 'টুরা টুরি' সে কথা মাথায় রেখেই বানিয়েছে ছোটদের দোল খেলার পোশাক। মেয়েদের কাফতান। ছেলেদের কুর্তা। নরম সাদা সুতির কাপড়ে লাল-নীল-হলুদ-সবুজ রঙ ছড়িয়ে দেওয়ার ছবি। রং খেলার আগেই মনে হবে খেলা হয়ে গিয়েছে। ২-৭ বছর বয়সিদের মাপের পাওয়া যাবে। ফেসবুক বা সরাসরি ওয়েবসাইট থেকেও কেনা যাবে।
৩। টি-শার্ট

ছবি: অ্যামাজ়ন।
বালতি ভর্তি রং। তাতে ডোবানো রঙিন পিচকিরি। বেলুনে রং ভরতে গিয়ে মাটিতেও উপচে পড়েছে কিছু রং। ছোট ছোট হাতে লাল-সবুজ-নীল হয়েছে। ছোটদের রং খেলার চেনা ছবি। সেই ছবিই এঁকে দেওয়া হয়েছে ছোটদের দোল খেলার টি-শার্টেও। ছেলে-মেয়ে, যে কেউ পরতে পারবে। সঙ্গে পুরনো জি্ন্সের প্যান্ট বা স্কার্ট থাকলে স্টাইলও হবে। অনলাইন শপিংয়ের প্ল্যাটফর্ম মিন্ত্রা এবং অ্যামাজ়নেই পাওয়া যাবে। দাম ২৫০-৩০০ টাকা থেকে শুরু। পাওয়া যাবে ২-৮ বছর বয়সিদের জন্য।
৪। পাঠান স্যুট-লং ড্রেস

ছবি: পাঠান।
দোলে এখন পার্টি হয়। সেই পার্টিতে সপরিবারে যোগ দেন বন্ধুবান্ধব, পরিচিতেরা। সেই সব পার্টিতে সেজেগুজে দোল খেলতে যাওয়াই দস্তুর। অনেক জায়গাতেই বাবা-মায়ের হাত ধরে সেই সব পার্টিতে হাজির হয় কচিকাঁচারাও। তাদের জন্য আলাদা দোল খেলার ব্যবস্থাও থাকে। সেই ধরনের পার্টির সাজ হতে পারে একটু বেশি কেতাদুরস্ত। ছোটদের পোশাকের সংস্থা 'পাঠান' তাদের দোলের সম্ভারে রেখেছে ছেলেদের রঙিন একরঙা সুতির জামা-প্যান্টের সঙ্গে মাল্টিকালার্ড জ্যাকেট আর মেয়েদের কালার ব্লকিং ড্রেস।
৫। ডাই করা জামা

ছবি: মিন্ট্রা।
নানা রঙের ডাই করা পোশাক দেখলেই দোলের কথা মনে পড়ে। দোলে ফ্যাশনদুরস্তেরাও রঙিন ডাই করা পোশাক পরেন। ছোটদেরও রঙিন ডাই করা পোশাক পরাতে পারেন। অনলাইন প্ল্যাটফর্ম মিন্ত্রায় ওই ধরনের সুতির আরামদায়ক টাই অ্যান্ড ডাই পোশাক কিনতে পাওয়া যাচ্ছে। দাম শুরু ৪৯৯ টাকা থেকে। ৩-৯ বছর বয়সিদের জন্য ওই পোশাক পাওয়া যাবে।