Advertisement
E-Paper

‘পাকাপাকি ভাবে পঙ্গু হওয়ার দিকে এগোচ্ছি’, ভারতের ফুটবল বাঁচাতে ফিফার হস্তক্ষেপ চাইলেন সুনীল, গুরপ্রীতেরা

ভারতীয় ফুটবল তাকিয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আইএসএল কবে শুরু হবে তার ঠিক নেই। আবার সরব হলেন ফুটবলারেরা। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সান্ধুরা ফিফার হস্তক্ষেপ চাইলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২১:৪৯
football

সুনীল ছেত্রী। — ফাইল চিত্র।

ভারতীয় ফুটবল তাকিয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আইএসএল কবে শুরু হবে তার ঠিক নেই। রোজই চিঠি চালাচালি এবং বৈঠকে দিন কেটে যাচ্ছে। এই অচলাবস্থার বিরুদ্ধে আবার সরব হলেন ফুটবলারেরা। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সান্ধু, সন্দেশ জিঙ্ঘনেরা শুক্রবার একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন, যার সারমর্ম একটাই। ভারতীয় ফুটবলকে বাঁচাও। ফিফার দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

গুরপ্রীতের পোস্ট করা ভিডিয়োয় দেশীয় ফুটবলারেরা নন, রয়েছেন বিদেশি ফুটবলারেরাও। লালিয়ানজ়ুয়ালা ছাংতে, অমরিন্দর সিংহ, রাহুল ভেকে, প্রীতম কোটালের পাশাপাশি রয়েছেন হুগো বুমোসেরাও।

ফুটবলারেরা বলেছেন, “এখন জানুয়ারি মাস। এখন আইএসএলের কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে খেলতে আপনাদের টিভির পর্দায় হাজির হওয়া উচিত। তার বদলে আমরা এখানে। ভয় এবং হতাশা নিয়ে দিন কাটাচ্ছি। আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি যেটা আমরা সবাই জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা পাকাপাকি ভাবে পঙ্গু হয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ফুটবলকে বাঁচানোর জন্য শেষ একটা চেষ্টা করছি। ফিফার কাছে আবেদন, আপনারা হস্তক্ষেপ করুন এবং ভারতের ফুটবলকে বাঁচানোর জন্য যা দরকার সেটাই করুন।”

ফিফা, তাদের ফুটবলারদের সংগঠন এবং পেশাদার ফুটবলারদের সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফুটবলারেরা বলেছেন, “আশা করি জ়ুরিখে (ফিফার সদর দফতর) যে ক্ষমতাবানেরা আছেন তাঁদের কাছে এই বার্তা যাবে। এটা রাজনৈতিক ডাক নয়। কোনও ঝগড়া নয়। দরকারি কথা। শুনে মনে হতে পারে খুব বড় বড় কথা বলছি। তবে সত্যিটা হল, আমরা মানবিক, খেলোয়াড়ি এবং অর্থনৈতিক সঙ্কটে রয়েছি। আমাদের এখনই উদ্ধার করা দরকার। ফুটবলার, কর্মী, মালিক এবং সমর্থকদের সব কিছুর ব্যাখ্যা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ভবিষ্যৎ দরকার। আমরা শুধু ফুটবল খেলতে চাই। দয়া করে সেটা করার সুযোগ করে দিন।”

Sunil Chhetri Indian Football Gurpreet Singh Sandhu Hugo Boumous
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy